ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে ছাত্র যুব সংগঠন এনএসইউআই এর ডেপুটেশন
ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নিকট এক ডেপুটেশনে মিলিত হন বুধবার ত্রিপুরা এনএসইউআই এর ছাত্র যুব কর্মীরা। বুধবার এনএসইউআই এর একটি প্রতিনিধি দল পর্ষদের সভাপতির কাছে বেশ কিছু দাবী দাওয়া তুলে ধরেন। তার মধ্যে অন্যতম ছিল সিবিএসই পরিচালিত বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ককবরক রোমান হরফে ছাপানো।
দীর্ঘদিন যাবৎ এই দাবী নিয়ে ত্রিপুরার জনজাতি অংশের ছাত্র ছাত্রীরা বোর্ড এবং রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়ে আসছে। বলা হয়েছিল যে সিবিএসই কে এই বিষয়ে অবগত করে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার ফলাফল আজো মেলেনি।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ২০২৪-২৫ এর একটা আনুমানিক সময় সূচি প্রকাশ করেছে পর্ষদ। আগামী ফেব্রুয়ারি মাসেই হতে পারে পরীক্ষা। তাই এবার যেন রাজ্যের জনজাতি অংশের ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখে বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র ককবরক রোমান হরফে ছাপানো হয় সেই দাবি জানিয়েছেন আজকের এই প্রতিনিধি দল। আজকের এই ডেপুটেশন থেকে ছাত্র যুব সংগঠনের নেতা আমির হোসেন আরো বলেন এই রোমান স্কৃপ্টের দাবি আজ থেকে নয়। পূর্বতন সরকারের আমলে ও বহুবার একই মোদ্দা উত্থাপন করা হয়েছিল। কিন্তু বাম রাম কোনো সরকারই এই বিষয়ে কর্ণপাত করেনি। তাই পুনরায় এই দাবী নিয়ে এদিন ডেপুটেশনে মিলিত হয়ে আরো একবার পর্ষদ ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।