Dashami Joynagar News : শহর জুড়ে মায়ের আরাধনা শেষে মাকে বিদায় জানাতে যখন বটতলা দশমী ঘাটে রাজ্য সরকারের বিশিষ্ট জনেরা আনন্দে মাতোয়ারা তখন একেবারে লাগোয়া জয়নগর এলাকায় এক জ্যান্ত রাবন তার পাশবিক লালসা মেটাতে ব্যস্ত। অথচ কেউই সেই খবর পেল না।
শহর জুড়ে বিজেপি সরকার গোষ্ঠী রাবনের মূর্তি তে আগুন জ্বালিয়ে যখন রাবন বধ এর রমরমা অনুষ্ঠানে মত্ত তখন শহর আগরতলারই পশ্চিম অংশে ঘটছিল এই নারকিয় ঘটনা। এক জ্যান্ত রাবন তার পাশবিকতা মেটাতে সন্ধ্যার আঁধারে এক নাবালিকা শিশু কে হরণ করে নিয়ে গেল তার গোপন ডেরায়। লজ্জাজনক এই ঘটনা শুক্রবার সকালে প্রকাশ পেতেই এলাকাবাসীরা অভিযুক্তের তীব্র শাস্তির দাবী জানালেন।
ঘটনার বিবরণে জানা যায়, পশ্চিম জয়নগরের এক নাবালিকা শিশু গতকাল সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল ।আজ সকালে একটি পরিত্যাক্ত ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। তার অবস্থা এতটাই খারাপ ছিল যে তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। শিশু টি রক্ত বমি করছে।
ওদিকে ঘটনার মূল মাস্টার মাইন্ড জনৈক মাছ ব্যবসায়ী শঙ্কর দাস বলে জানা গেছে। তার বিরুদ্ধে আগেও ধর্ষণের মামলা ছিল। গ্রামবাসী ভেবেছিলো হয়তো সে শুধ্রে গেছে। কিন্তু তা আর হল না। আজকাল সে এলাকার ছোট ছোট শিশু কন্যাদের দিকে হাত বারায় বলে জানা যায়। তার এই পাশবিকতার শিকার হতে হল এবার আরেক নাবালিকা কে।
বর্তমানে শঙ্কর দাস পলাতক বলে জানা গেছে। ওদিকে এলাকা বাসী তার চরণ শাস্তির দাবী জানিয়েছেন। এলাকাবাসীর অভিযোগ শঙ্কর দাসের স্ত্রী পর্যন্ত এ ঘটনার সঙ্গে যুক্ত । দেবীর গমনের সাথে সাথেই চারিদিকে চরম অবক্ষয়ের ছবি প্রকাশ পেতে দেখে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে জনমনে।
এদিকে ঘটনা জানার পর প্রায় দুপুরের দিকে জিবি তে ছুটে যেতে দেখা গেল মেয়র সাহেব কে। যিনি কিনা ঐ এলাকার জনপ্রতিনিধি ও বটে। অভিযুক্ত মৎস্য ব্যবসায়ী আদৌ কোনো দলের সমর্থক কিনা তা জানা যায়নি। তবে সে যে কুখ্যাত তা একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন এলাকাবাসী। এদিকে অভিযুক্ত কে অতিসত্বর আটক করার জন্যে পুলিশ কে নির্দেশ দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন মেয়র । এবার দোষী আদৌ ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার হয় কিনা সেটাই দেখার বিষয়।