খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:33 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৩ পূর্বাহ্ণ

CPIM Jyotilal Dutta : প্রয়াত জ্যোতিলাল দত্তের অন্তিম যাত্রায় সামিল হলেন বাম নেতৃত্বরা

CPIM Jyotilal Dutta
1 minute read

CPIM Jyotilal Dutta : প্রয়াত হয়েছেন বামুটিয়া বিধানসভার প্রবীণ সিপিআইএম নেতৃত্ব জ্যোতিলাল দত্ত । সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য এবং বামুটিয়া অঞ্চল কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন তিনি। দীর্ঘ দিন ধরেই শারীরিক অসুস্থ্য তায় ভুগছিলেন।

অতঃপর ১৪ই নভেম্বর শুক্রবার , উনি জীবন যুদ্ধে হেঁড়ে গিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনার প্রয়াণে বাম দল হারালো একজন অতিব দিজ্ঞজ নেতা। উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এক ঝাঁক বাম নেতৃত্ব আজ শনিবার ছুটে যান উনার বাস ভবনে।

বামুটিয়া বিধানসভার রাঙ্গুটিয়া গ্রামের দক্ষিণ রাঙ্গুটিয়া মণিপুরী পাড়া স্থিত উনার নিজ বাসভবনে গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি । অসুস্থতা জনিত কারণে উনার মৃত্যু হয় বলে জানা গেছে। শনিবার উনার বাসভবনে উনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিপিআইএম রাজ্য ও বিভাগীয় নেতা কর্মীরা এবং স্থানীয় জনগণ পাশাপাশি উনার অন্তিম যাত্রায় সামিল হন।

উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে,পবিত্র কর,প্রণব দেববর্মা,বিধায়ক নয়ন সরকার, জিএমপি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা,সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যরা। জ্যোতিলাল দত্ত সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সদস্য, বামুটিয়া অঞ্চল কমিটির প্রাক্তন সম্পাদক ছিলেন।

প্রাক্তন মন্ত্রী মানিক দে আজ উনার শেষ যাত্রায় প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রয়াত প্রবীণ বাম নেতা জ্যোতিলাল দত্তের আত্মার সদগতি কামনা করে শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকাহত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন ।

For All Latest Updates

ভিডিও