সংহতি পদযাত্রার তৃতীয় দিনে দুর্গা চৌমুহনী এলাকায় কংগ্রেসের মিছিল
৩১শে অক্টোবর ছিল দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জীর প্রয়াণ দিবস। গোটা দেশের সাথেই রাজ্যে ও কংগ্রেস ভবনের সামনে যথাযোগ্য মর্যাদায় এই দিনটি উদযাপিত হয়। ততসঙ্গে এদিন একটি সংহতি পদজাত্রা ও করে প্রদেশ কংগ্রেস। এদিন থেকে আগামী ১৯শে নভেম্বর পর্যন্ত এই পদজাত্রা চলবে। যার মধ্যে দিয়ে সর্ব সাধারণের উদ্দেশ্যে ভালোবাসার বার্তা ছড়িয়ে দেবেন কংগ্রেসিরা। সেই মোতাবেক ৩১শে অক্টোবর থেকেই এই পদযাত্রার সূচনা হয় এবং বিগত দুদিন যাবত গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় এই পদজাত্রা সম্পন্ন হয়।
আজ সংহতি পদযাত্রার ৩য় তম দিনেও রাজধানীর দুর্গা চৌমুহনী এলাকায় এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয়। আজকের এই পদযাত্রায় উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ , উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা।
আজ অর্থাৎ শনিবার আগরতলা দুর্গা চৌমুহনী এলাকা থেকে শুরু করে বিটারবন এলাকা সহ বিভিন্ন জায়গা পরিক্রমণ করে এই মিছিলটি। এদিনের মিছিল থেকে একদিকে যেমন বর্তমান রাজ্য সরকার কে নিয়ে তুমুল সমালোচনা হয় , তেমনি অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মণ বলেন এই সংহতি পদযাত্রার মধ্যে দিয়ে রাজ্যের সর্ব স্তরের মানুষের মনে ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চাইছেন তারা। যে নির্মমতার সাথে ইন্দিরা গান্ধী জিকে হত্যা করা হয়েছিল সেই দিনটি ভারতের ইতিহাসে এক মর্মান্তিক ঘটনা। ভারতের বর্তমান যা পরিস্থিতি সেখানে দাঁড়িয়ে মানুষের মধ্যে বিদ্বেষ হিংসে অনেকটাই বেড়ে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে রাহুল গান্ধী সর্ব প্রথম “ নফরত কে বাজার মে, মহব্বত কি দোকান “ খোলার কথা বলেন। সেই উদ্দেশ্য কে বাস্তবায়িত করতে আগামী ১৯শে নভেম্বর ইন্দিরা গান্ধী জীর জন্ম দিন পর্যন্ত এই সংহতি পদজাত্রা চলবে। এদিনের পদযাত্রায় অংশ গ্রহণকারী দের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।