খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Monday, 27 October 2025 - 09:14 PM
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ - ০৯:১৪ অপরাহ্ণ

Congress Press Meet : ছাত্র ও বিরোধী দের জন্যে পুলিশ সিংহ আর বিজেপি ও মথার কাছে তারা মেকুর, ক্ষোভ উগড়ে দিয়ে বললেন কংগ্রেস নেতৃত্ব

Congress Press Meet
1 minute read

Congress Press Meet : ত্রিপুরা পুলিশ কে মেকুরের সাথে তুলনা করলেন কংগ্রেস নেতৃত্ব। মেকুর অর্থাৎ বেড়াল। শাসক ও তাঁর শরিক এর সমস্ত অন্যায় আবদার কে মাথায় তুলে নিয়ে নিজেদের দায়িত্ব কে ভুলে যাওয়ার মধ্যে দিয়েই মেকুরের ভূমিকা পালন করে বেড়াচ্ছে পুলিশ। অন্যদিকে মার খাচ্ছে আম জনতা। বাদ পড়ছে না শিশুও। আবার সেই পুলিশ নিজেও জনতার হাতে ধোলাই খাচ্ছে। সব মিলিয়ে বিশৃঙ্খল অবস্থা এ রাজ্যের।

শনিবার প্রদেশ কংগ্রেসের আহ্বানে লিগ্যাল সেল এর এক বৈঠক আয়োজিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সিডবলুসি মেম্বার সুদীপ রায় বর্মণ, প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এদিন এর বৈঠকে বহু আইনজিবি যোগ দিয়েছেন।

বৈঠকে যোগদান করে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্য পুলিশকে তীব্র ভাষায় আক্রমণ করে। ত্রিপুরা সিভিল সোসাইটির নামে এক সংগঠন ২৩ তারিখ যে বনধ ডেকেছে তাঁর পরিণতি কি হয়েছে তা দেখেছেন রাজ্যের মানুষ। নৃশংস ভাবে আক্রমণ চালানো হয়েছে একজন বিডিও ও একজন ইঞ্জিনিয়ার এর উপর। এছাড়াও বহু সাধারণ মানুষ এই হিংসতার শিকার হয়েছে।

সার্বিক ভাবে এই ঘটনা প্রতিহত না করে উপভোগ করেছে পুলিশ। তাই সেই পুলিশ কে মেকুর বলে আখ্যা দিয়েছেন এদিন বিধায়ক। যারা কিনা শান্তিরবাজারে ছাত্র ছাত্রীদের উপর লাঠি চার্জ করতে পারে, তাদের মারধোর করতে পারে, বিরোধী দের দমন করতে এগিয়ে আসতে পারে কিন্তু প্রসঙ্গ যখন শাসক ও তাঁর শরিকের ,প্রসঙ্গ যখন অন্যায়ের বিরুদ্ধে নিজের মেরুদণ্ড সটান রেখে দায়িত্বে অটল থাকা তখনই তাদের ঘাড় বেকে যায়। শাসক দল এবং তাদের সহযোগীদের কোন কর্মসূচি থাকলে তারা মেকুর বনে যায়।

প্রত্যাশা থাকবে পুলিশ স্বমহিমায় ফিরে আসবে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। পাশাপাশি এই দিন তিনি বিধায়ক রঞ্জিত দেববর্মার নাগরিকত্ব ইস্যুতে বলেন, পুলিশী তদন্ত ক্রমে সত্যতা বেরিয়ে আসা উচিত এবং প্রত্যেকটি নাগরিকের তা জানা উচিত।

For All Latest Updates

ভিডিও