Concrit Truck Accident : রাজধানীতে চলমান ড্রেন সংস্কার ও নির্মাণকাজের জেরে প্রতিদিনই ভারী যানবাহনের দাপটে নাজেহাল শহরবাসী। ড্রোজার, কংক্রিট মিক্সারসহ বড় বড় গাড়ির অবাধ চলাচল শহরের রাস্তায় বাড়িয়ে তুলছে দুর্ঘটনার আশঙ্কা। তারই জ্বলন্ত উদাহরণ সামনে এল সোমবার দুপুরে।
আগরতলার আশ্রম চৌমুহনী এলাকায় একটি কংক্রিট ট্রাক মিক্সারের সঙ্গে অটোর ভয়াবহ সংঘর্ষে আহত হয়েছেন এক মহিলা ও এক শিশু। প্রত্যক্ষদর্শীদের মতে, অত্যন্ত বেপরোয়া গতিতে চলছিল ট্রাকটি। কোনও রকম ব্রেক না কষেই সামনে থেকে এসে সজোরে ধাক্কা মারে অটোটিকে। সংঘর্ষের তীব্রতায় অটোর একাংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় অটোতে থাকা শিশুটির বুকে গুরুতর আঘাত লাগে এবং মহিলার পায়ে চোট আসে। অটোচালকও অল্পবিস্তর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা চিকিৎসাধীন বলে জানা গেছে।
ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন অভিযোগ ওঠে, দুর্ঘটনার জন্য দায়ী ট্রাক মিক্সারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, চালকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ নতুন নয়; প্রায়ই এই ধরনের ভারী গাড়ি নিয়ম না মেনেই শহরের ব্যস্ত রাস্তায় চলাচল করে।
স্থানীয়দের দাবি, অবিলম্বে এই ধরনের ভারী যানবাহনের গতিবিধির উপর কড়া নজরদারি করা হোক এবং দোষী চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। নইলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা।



