CM Manik Saha at Kharchi puja

দীর্ঘ অপেক্ষার অবসান হল আজ। শুরু হয়ে গেল খারচি উৎসব। আজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার হাত ধরে আজ খয়েরপুর চতুর্দশ দেবতার মন্দিরে সাত সকালে পূজার্চনার মধ্যে দিয়ে উদ্বোধন হল খারচি উৎসবের। মুখ্যমন্ত্রীর সাথে আজ সঙ্গি ছিলেন মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্যরা।
সকাল থেকে ভক্তদের ভিড় পরিলক্ষিত হয় মন্দির প্রাঙ্গনে। জনসমাগমে ভরে উঠে মন্দির প্রাঙ্গন। মন্দিরে পূজার্চনা শেষে এদিন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা চলে যান অনুষ্ঠান মঞ্চে। সেখানে বক্তব্য রাখেন সকলেই। মুখ্যমন্ত্রী অবশেষে উদ্যোক্তাদের সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে ভক্তদের উদ্দেশ্যে নিজের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রতিবার মহা সারম্বরে উদযাপিত হয়ে আসে এই খারচি পূজা। ৭ দিন ব্যাপি চলে এই মহতী উৎসব। রাজ্যের সর্ব প্রান্ত থেকে ভক্তরা ছুটে আসেন এখানে। এবার ও যেন সুষ্ঠু ভাবে এই উৎসব সাঙ্গ হয় সেই কামনা করেছেন তিনি। পাশাপাশি আইন ও নিয়মানুবর্তিতার মধ্যে থেকে যাতে সকলে উৎসব উপভোগ করেন সে কথা ও বলেন তিনি। অতঃপর প্রতিবারের মতোই এবারেও খারচির শেষ দিন অর্থাৎ ২০শে জুলাই সরকারি ছুটি ঘোষিত হয়েছে যাতে সকলে আরও ভালো ভাবে এই উৎসবে অংশ গ্রহন করতে পারেন , বললেন ডঃ মানিক সাহা।

Leave A Reply