CM Dr Manik Saha : কিশোর-কিশোরীদের নেশার অভ্যাস ও শিরাবাহিত নেশার ভয়াবহ প্রভাব সম্পর্কে সচেতন করতে ত্রিপুরা স্টেট AIDS কন্ট্রোল সোসাইটি এবং বিদ্যালয় শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে আজ থেকে রাজ্যজুড়ে শুরু হলো এক বিশেষ নেশাবিরোধী প্রচার অভিযান—‘BELL OF AWARENESS’।
রাজধানীর প্রজ্ঞা ভবনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা স্বয়ং উপস্থিত থেকে কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন। একই মঞ্চ থেকে রাজ্যে ইন্টেন্সিফাইড IEC ক্যাম্পেইন-এরও সূচনা হয়।
বিদ্যালয় শিক্ষা দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়া প্রায় ২,৩১,০০০ শিক্ষার্থীর মধ্যে নেশাদ্রব্যের ঝুঁকি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এই কর্মসূচির প্রধান লক্ষ্য। এ জন্য রাজ্যের ১,১৮৭ বিদ্যালয়ের ৬,০০০ ক্লাসরুমে একযোগে সচেতনতামূলক আলোচনা, ভিডিও প্রদর্শনী এবং শিক্ষক-শিক্ষার্থীর ইন্টার্যাকশন চালানো হবে।
বিশেষজ্ঞদের মতে, বয়ঃসন্ধিকালের কৌতূহল কিংবা নেশাগ্রস্ত সহপাঠীর প্রভাবে অনেকেই অজান্তেই শিরাবাহিত নেশার কবলে পড়ে। এর ফলস্বরূপ প্রতিবছর রাজ্যে বহু তরুণ-তরুণী HIV/AIDS-এ আক্রান্ত হচ্ছে—যা এখন এক বড় সামাজিক ও স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন—
“নেশা কেবল শারীরিক ক্ষতিই করে না, এটি একজন তরুণের ভবিষ্যৎকেও ধ্বংস করে দেয়। বিদ্যালয়গুলোকে এখন নেশাবিরোধী সচেতনতার দুর্গে পরিণত করতে হবে।”
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সঙ্গে পরিবার ও সমাজকেও যুক্ত করে একটি সুস্থ প্রজন্ম গড়ে তুলতে হবে।
এই প্রকল্পের আওতায় শুধু নেশার ক্ষতিকর প্রভাব নয়, HIV/AIDS প্রতিরোধ, নিরাপদ জীবনধারা এবং স্বাস্থ্যকর অভ্যাস নিয়েও সচেতনতা বৃদ্ধি করা হবে। আগামী কয়েক মাস জুড়ে পর্যায়ক্রমে কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতর্ক প্রতিযোগিতাও আয়োজনের পরিকল্পনা রয়েছে।
ত্রিপুরা সরকারের এই উদ্যোগ ইতিমধ্যেই শিক্ষাবিদ, চিকিৎসক এবং সামাজিক কর্মীদের মধ্যে প্রশংসা কুড়িয়েছে। অনেকের মতে, সময়োপযোগী এই কর্মসূচি তরুণ প্রজন্মকে নেশা ও প্রাণঘাতী রোগের হাত থেকে রক্ষা করতে কার্যকর ভূমিকা রাখবে।