খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:46 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৬ অপরাহ্ণ

Cm Dr Manik Saha : ত্রিপুরায় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস সেমিনারের শুভ সূচনা করলেন মুখ্যমন্ত্রী

Cm Dr Manik Saha
1 minute read

Cm Dr Manik Saha : প্রজ্ঞা ভবনে আজ বিকেল ৫টায় এক আনন্দঘন পরিবেশে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেস (IBC) ত্রিপুরা স্টেট সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই সম্মেলনটি আয়োজিত হয়েছে ভারত সরকারের মন্ত্রণালয়ের অধীনে, যেখানে দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন IBC-র সভাপতি ইঞ্জিনিয়ার চিন্ময় দেবনাথ, প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার বি আর বসাল, মুখ্য ভাষ্যকার হিসেবে পিডব্লিউডির ইঞ্জিনিয়ার রাজীব দেববর্মা এবং মাননীয় সচিব ইঞ্জিনিয়ার আই বি সি সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।

দুই দিনব্যাপী এই সেমিনার চলবে ১৮ ও ১৯ জুলাই পর্যন্ত, প্রজ্ঞা ভবনের সম্মেলন কক্ষ নম্বর ১-এ।

উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগ নির্মাণ খাতে প্রযুক্তিগত অগ্রগতি এবং টেকসই উন্নয়নের পথে রাজ্যকে একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।

For All Latest Updates

ভিডিও