Churaibari Drugs News : টমটমে করে ড্রাগস পাচার করতে গিয়ে আটক এক টমটম চালক। ঘটনা ত্রিপুরার সীমান্ত এলাকা চুরাইবাড়ি তে। উদ্ধার নেশা সামগ্রী সমেত তাকে নিয়ে যাওয়া হয়েছে থানায়। এনডিপিএস ধারায় মামলা নিয়ে চলছে তদন্ত।
বলা বাহুল্য, ত্রিপুরা রাজ্য কে করিডোর করে দেদার নেশা বানিজ্য চলছে উত্তর পূর্বাঞ্চল সহ সীমান্তের ওপারে ও। এর মধ্যে রাজ্যের সবকটি নাকা চেকিং পেড়িয়ে বেশিরভাগ নেশা পাচার কারীরা ধরা পড়ছে চুরাইবারি সীমান্তে। প্রশ্ন এখানেই, তবে কি অন্যান্য চেক পোস্ট গুলো তে মোটা অংকে ম্যানেজ হয়ে যাচ্ছেন পুলিশ বাবুরা ?
চুরাইবাড়ি নাকা পয়েন্ট টপকে ও প্রায় নেশা বোঝাই লড়ি অসমে গিয়ে ধরা পরে। তাতেও রাজ্য পুলিশের নাক কাঁটা যায়। কিন্তু পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হতে দেখা যায়না। এবার চুরাইবাড়ি তেই টমটম দিয়ে নেশা পাচার করার ঘটনায় আবারো নিন্দার ঝড়। তবে পুলিশি তৎপরতায় চালক কে ধরা যাওয়ায় কিছুটা হলেও স্বস্তি রয়েছে।
জানা যায়, গোপন সংবাদ ছিল যে ঐ টমটম চালক কিছু পরিমাণ ড্রাগস পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। সেই অনুযায়ী উত পেতে বসে থাকে চুরাইবাড়ি থানার পুলিশ । টমটম টি আসতেই সঙ্গবদ্ধ ভাবে তল্লাশি চালানো হয়। তাতেই উদ্ধার হয় এই ড্রাগস, যার পরিমাণ প্রায় ৪৬ গ্রাম বলে জানানো হয়েছে।
খবর পেয়ে ছুটে আসেন ধর্মনগরের ডিসিএম। আনা হয় মোবাইল ফরেনসিক টিম। অভিযুক্ত চালক ইসলাম উদ্দিন এর বিরুদ্ধে এনডিপিএস এক্টে মামলা ও গৃহীত হয়েছে বলে জানায় পুলিশ। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ চালালে আরও তথ্য বেড়িয়ে আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন পুলিশ। এই ড্রাগস বাণিজ্যের সাথে আর কারা কারা জড়িত সেই নিয়ে তথ্য সংগ্রহ ও অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে।



