Charilam Vidyajyoti School : যত দিন গড়াচ্ছে ততই যেন বিজেপি সরকার এর উন্নয়নের আসল রূপ এর বহিঃপ্রকাশ ঘটছে। চড়িলাম বিধানসভা কেন্দ্রে ২০১৮ সালে ব্যাপক ভোটে জয়ী হয়েছিলেন চড়িলামের তৎকালীন জনপ্রিয় বিধায়ক জিষ্ণু দেববর্মা।
উনার হাত ধরে চড়িলামে একাধিক উন্নয়নের কাজ হয়েছে বলেও অনেকেই বিশ্বাস করেন। তবে সেই উন্নয়নের আড়ালে যে দুর্নীতি লুকিয়ে ছিল তা হয়তো এতদিন প্রকাশ পায়নি। তবে এবার সেই দুর্নীতির গন্ধ বেরুতে শুরু করেছে তৎকালে নির্মিত চড়িলাম বিহারী বাজপেয়ী বিদ্যজ্যোতি স্কুলের প্রাঙ্গং থেকে।
যীষ্ণু দেব্বর্মার সময়ে নির্মিত চড়িলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যজ্যোতি স্কুলের সিলিং ভেঙে পরছে । ঘটনাটি প্রত্যক্ষ করা গেছে মঙ্গলবার। বিদ্যালয়ের নতুন ভবনের একাধিক দেওয়ালে ফাটল ও ধরেছে। সিলিং থেকে সিমেন্ট খসে পড়ার চিত্র উঠে এসেছে।
এদিন কনফারেন্স হলে এই ঘটনা ঘটতেই সবাই আতঙ্কিত হয়ে পরে। ভাগ্যক্রমে ঐসময় কনফারেন্স হলে অনুপস্থিত ছিল ছাত্রছাত্রীরা। অভিযোগ উঠেছে যে বিদ্যালয়টির কাজের গুণগত মান নিয়ে আপোষ করা হয়েছে। নতুন ভবন নির্মাণে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে । ব্যবহার করা হয়েছে নিম্ন মানের কাচামাল। যার কারণে কয়েক বছরের ব্যবধানেই বিদ্যালয়ের দেওয়ালের এই অবস্থা।
যেকোনো দিন আর ও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করছেন খোদ বিদ্যালয় কর্তৃপক্ষ। উল্লেখ্য, তৎকালে শিক্ষা মন্ত্রী ছিলেন রতন লাল নাথ। রাজ্যের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত খুঁটি নাটি বিষয়ে উনার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সেটা স্বাভাবিক। তবে চড়িলাম এর এই বিদ্যালয়ের নয়া ভবন নির্মাণ নিয়ে যে কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে সে বিষয়ে কি ঘুণাক্ষরেও অবগত ছিলেন না তিনি, এমনটাও প্রশ্ন উঠতে শুরু করেছে। স্পষ্টতই তৎকালের জনপ্রতিনিধি জিষ্ণু কর্তা ও শিক্ষা মন্ত্রী রতন লাল নাথের আমলে নির্মিত এই বিদ্যালয়ের নির্মাণ কাজ নিয়ে উঠা সন্দেহের বাস্তবতা প্রকাশ পাচ্ছে।
দিকে দিকে এধরণের আর্থিক কেলেঙ্কারির চিত্র উঠে আসছে খবরের মাধ্যমে। এই তবে উন্নয়নের ধারা ? বাস্তবতার সাথে ফ্লেক্সের উন্নয়নের তফাৎ যে কতটা তা বোঝা যাচ্ছে চরিলাম এর এই ঘটনা থেকেই।