BSF Fire News : বক্সনগর-পুটিয়া সীমান্তে আবারও গুলির শব্দে থমকে গেল সকালের শান্ত পরিবেশ। শনিবার ভোরে ভারত–বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকায় ঘটনার সূত্রপাত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সীমান্ত পেরোনোর চেষ্টা করলে সতর্ক অবস্থানে থাকা বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে সাদ্দাম হোসেন ও সোনু মিয়া নামের দুই যুবক গুরুতরভাবে আহত হন।
গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে প্রথমে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকেরা জরুরি চিকিৎসা দেওয়ার পর অবস্থা সংকটজনক দেখে দ্রুত আগরতলার জিবি হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, এক জনের মাথায় এবং অন্যজনের বুকে গুলি লেগেছে, ফলে তাদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। অন্য যারা উপস্থিত ছিলেন, তাদের কয়েকজন অল্প আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকায় পাচার কর্মকাণ্ডের সময় বিএসএফ টহলদল সন্দেহজনক নড়াচড়া লক্ষ্য করেই গুলি চালায়। তবে পুরো ঘটনার বিষয়ে বিএসএফ কিংবা স্থানীয় প্রশাসনের তরফে আনুষ্ঠানিক কোনো বিবৃতি এখনও প্রকাশ করা হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও উত্তেজনা আরও বেড়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়, অনেকেই নিরাপত্তা বৃদ্ধি ও ঘটনার স্বচ্ছ তদন্তের দাবি তুলেছেন। একই সঙ্গে আহত দুই যুবকের পরিবারও ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে।
জানা গেছে, সীমান্ত অঞ্চলে পাচারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরেই চলছে, যার কারণে প্রায়ই টহলরত বাহিনী ও স্থানীয়দের মধ্যে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এই সাম্প্রতিক ঘটনা আবারও সীমান্ত নিরাপত্তা ও মানবিক ঝুঁকি নিয়ে প্রশ্ন তুলেছে।
বর্তমানে জিবি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা দুই যুবকের চিকিৎসায় নিয়োজিত আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।



