BSF 60th Fondation Day : রাজধানী আগরতলায় আজ বিএসএফের হীরকজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ও আকর্ষণীয় মোটরসাইকেল শোভাযাত্রা। সকালেই শালবাগান বিএসএফ ক্যাম্প থেকে যাত্রা শুরু করে র্যালিটি ধীরে ধীরে অগ্রসর হয় গকুলনগর বিএসএফ ক্যাম্পের উদ্দেশে। রোদের উজ্জ্বল আলো আর দেশপ্রেমের উচ্ছ্বাসে পরিবেশ ছিল উৎসবমুখর।
প্রায় একশো বিএসএফ জওয়ান মোটরসাইকেল চালিয়ে অংশ নেন এই বিশেষ আয়োজনটিতে, যা পথচারীদের নজর কাড়ে এবং জনসাধারণের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে।
এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের কাছে সীমান্তরক্ষী বাহিনীর কর্মধারা ও অবদানকে আরও কাছ থেকে তুলে ধরা। নানা পথ ধরে ছুটে চলা এই র্যালি যেন মানুষের মাঝে নিরাপত্তা, শৃঙ্খলা এবং দেশসেবার বার্তা পৌঁছে দেয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএসএফের আইজি অলোক কুমার চক্রবর্তী। তিনি জানান, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএসএফ প্রতিনিয়ত কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড—সকল ক্ষেত্রেই বিএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি রাজ্যের যুবসমাজকে বিএসএফে যোগদানের আহ্বান জানিয়ে বলেন, দেশের সেবা করার সুযোগ যেমন গর্বের, তেমনি এটি একটি চ্যালেঞ্জিং ও সম্মানজনক পেশা।
চক্রবর্তী আরও বলেন, তরুণদের মধ্যে দেশপ্রেম ও দায়িত্ববোধ জাগিয়ে তোলার লক্ষ্য নিয়েই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়।
শোভাযাত্রার মাধ্যমে মানুষের কাছে বিএসএফের নিবেদিতপ্রাণ কাজ তুলে ধরা এবং তাদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এই দিনের প্রধান উদ্দেশ্য।আগরতলার এই মোটরসাইকেল শোভাযাত্রা শুধু হীরকজয়ন্তীর উৎসব নয়—এটি ছিল নিরাপত্তা ও দেশপ্রেমের এক অনুপ্রেরণাদায়ক প্রদর্শনী।



