Brishaketu Debbarma Simna : ত্রিপুরা রাজ্যের ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মার ঐকান্তিক প্রচেষ্টায় তাঁর নির্বাচনী এলাকায় একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে স্থানীয় মহলে।
সম্প্রতি হেজামারা থেকে বড়কাঠাল পর্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তার পুনর্নির্মাণ সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এই রাস্তাটি সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। বর্ষাকালে কাদামাটি, গর্ত ও ভাঙা অংশের কারণে যাতায়াত প্রায় অসম্ভব হয়ে উঠত। রাস্তাটির এমন অবস্থার কারণে স্কুল পড়ুয়া, রোগী এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হতো।
স্থানীয় জনগণের দাবি, বৃষকেতু দেববর্মা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি তা বাস্তবায়ন করেছেন। প্রায় তিন মাস ধরে নতুন রাস্তা দিয়ে নির্বিঘ্নে যান চলাচল সম্ভব হচ্ছে। বর্তমানে এই রাস্তা দিয়ে বখল থেকে হেজামারা হয়ে সিমনা সহ বিভিন্ন এলাকায় সহজেই যাতায়াত করা যাচ্ছে।
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় বাসিন্দা মণি দেববর্মা জানান, “আগে এই রাস্তা খুব খারাপ ছিল। এখন নতুন রাস্তা হওয়ায় কোনো অসুবিধা নেই। আমরা খুবই খুশি।” তিনি আরও বলেন, এই উন্নয়নের ফলে এলাকার মানুষের দৈনন্দিন জীবন অনেক সহজ হয়েছে।
হেজামারা ব্লকের অন্তর্গত এই এলাকায় রাস্তা পুনর্নির্মাণের ফলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয়রা। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়ন সম্ভব হচ্ছে।
সব মিলিয়ে, বৃষকেতু দেববর্মার উন্নয়নমূলক কাজে সন্তোষ প্রকাশ করে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনগণ। তাঁদের আশা, ভবিষ্যতেও এই ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।



