খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Boxanagar Road News : বেহাল মানিক্যনগর-কলমচৌড়া বাইপাস, রাজ্য সরকারের নিষ্ক্রিয়তায় ফুঁসছে এলাকাবাসী

Boxanagar Road News
1 minute read

Boxanagar Road News : ত্রিপুরার মানিক্যনগর কালীবাড়ি থেকে কলমচৌড়া পর্যন্ত বাইপাস রাস্তাটি বর্তমানে যেন ধানক্ষেতের রূপ নিয়েছে। রাস্তার উপর জলের ধারা, পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত, আর চারদিকে কাদার আস্তরণ—এ যেন গ্রামবাসীদের কাছে রোজকার দুর্ভোগের রুটিন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার হয়নি। স্কুলের ছোট ছোট শিশুরা, গর্ভবতী মহিলা ও অসুস্থ রোগীদের জন্য এই রাস্তা দিয়ে যাতায়াত যেন এক দুঃস্বপ্নের নাম। বর্ষার মরশুমে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে উঠেছে। কোনো গাড়ি মাঝরাস্তায় গর্তে আটকে গেলে স্থানীয়রাই এসে ধাক্কা দিয়ে উদ্ধার করেন।

সবচেয়ে উদ্বেগজনক বিষয়, পঞ্চায়েতের প্রধান ও মন্ডলকে বারবার বিষয়টি জানানো সত্ত্বেও মিলছে না কোনো স্থায়ী সমাধান। শুধু প্রতিশ্রুতির বন্যা—”করে দেবো”, “শীঘ্রই কাজ শুরু হবে”, এসব শুনতে শুনতেই পার হয়ে যাচ্ছে বছর। বাস্তবে কাজের কাজ কিছুই হচ্ছে না।

এই পরিস্থিতিতে এলাকার মানুষ আর অপেক্ষা করতে নারাজ। স্থানীয় যুব সমাজ ও কিছু সচেতন নাগরিক নিজেরাই রাস্তায় নেমে মাটি-কাদা পরিষ্কার করে, ড্রেন বানিয়ে জল নিষ্কাশনের প্রাথমিক ব্যবস্থা গ্রহণ করেছেন।

গ্রামবাসীদের প্রশ্ন—রাজ্যে বিজেপি সরকারের আমলে যেখানে ‘সবকা সাথ, সবকা বিকাশ’ এর কথা বলা হয়, সেখানে এমন জনজীবনের অতি প্রয়োজনীয় রাস্তাটি কেন বছরের পর বছর অবহেলিত?

মানুষের ক্ষোভ এখন স্পষ্ট। তাঁরা মনে করছেন, ভোটের সময় নেতারা এলাকা চষে বেড়ালেও ভোটের পরে আর তাদের দেখা মেলে না। উন্নয়নের প্রতিশ্রুতি, রাস্তাঘাটের সংস্কার, স্বাস্থ্য ও শিক্ষার ব্যবস্থা—সবই রয়ে যাচ্ছে শুধু কাগজে-কলমে।

স্থানীয়রা সরকারের কাছে এবার কড়া ভাষায় আবেদন জানিয়েছেন—জনমুখী প্রকল্প ও পরিকাঠামো উন্নয়নের নামে যেন আর কেবল আশ্বাস না দেওয়া হয়, বাস্তবেই যেন দ্রুত কাজ শুরু হয়। নইলে আগামী নির্বাচনে এর পরিণাম দলকে ভোগ করতে হতে পারে বলেই হুঁশিয়ারি দিচ্ছেন সাধারণ মানুষ।

For All Latest Updates

ভিডিও