খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 04:51 AM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ০৪:৫১ পূর্বাহ্ণ

Boxanagar Missing Case : বক্সনগরে ফের নিখোঁজ গৃহবধূ, দুই শিশু সন্তান রেখে হঠাৎ উধাও

Boxanagar Missing Case
1 minute read

Boxanagar Missing Case : দুই শিশু সন্তান ও স্বামীকে ফেলে ফের একবার আচমকাভাবে নিখোঁজ হয়ে গেলেন বাসন্তী বৈদ্য নামে এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সিপাহীজলার বক্সনগর থানার অন্তর্গত রতনদোলা এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকাল ১০টা নাগাদ বাড়ির পাশে থাকা একটি সাব-মার্জিবল পাম্পের কাছে স্নান করতে গিয়েছিলেন বাসন্তী। তবে দীর্ঘ সময় পরেও ফিরে না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। এক ঘণ্টা পর তার শাশুড়ি ঘটনাস্থলে গিয়ে দেখেন, সেখানে পড়ে আছে বাসন্তীর ব্যবহৃত পোশাক, কিন্তু কোথাও তার দেখা নেই।

দুই দিন ধরে আত্মীয়-পরিজন ও প্রতিবেশীদের সহায়তায় সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে, কিন্তু কোথাও কোনও সন্ধান মেলেনি। অবশেষে, নিখোঁজ সংক্রান্ত একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কলমচৌড়া থানায়।

পরিবারের দাবি, এর আগেও একাধিকবার একইভাবে নিখোঁজ হয়েছিলেন বাসন্তী, তবে প্রতিবারই কয়েকদিন পর নিজেই ফিরে এসেছেন। মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানিয়েছেন তার শাশুড়ি।

এই ঘটনার জেরে গভীর উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার। দুই শিশু সন্তানের মুখ চেয়ে দ্রুত বাসন্তীর সন্ধান পাওয়ার আশায় তাকিয়ে রয়েছেন স্বজনরা।

For All Latest Updates

ভিডিও