খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:32 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:৩২ অপরাহ্ণ

BMS Bajaj News : বাজাজ কোম্পানির বিরুদ্ধে অবৈধ অটো বিক্রির অভিযোগে প্যারাডাইস চৌমুহনীতে অটো চালকদের গণধর্না

BMS Bajaj News
1 minute read

BMS Bajaj News : রাজ্যে পারমিট ছাড়া অটো রিক্সা বিক্রির অভিযোগে এবার সরব হলো ভারতীয় মজদুর সংঘ অনুমোদিত পশ্চিম ত্রিপুরা অটো রিক্সা মজদুর সংঘ। বৃহস্পতিবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে বাজাজ কোম্পানির বিরুদ্ধে গণধর্না সংগঠিত করেন শতাধিক অটো চালক ও মালিক। তাদের অভিযোগ, কোম্পানি দীর্ঘদিন ধরেই সরকারি নিয়ম ভেঙে পারমিটবিহীন অটো বিক্রি করে আসছে, যার জেরে রাজ্যের পরিবহন ব্যবস্থা ও অটো চালকদের জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত ২৪ ডিসেম্বর পূর্ব আগরতলা থানায় বাজাজ কোম্পানির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কোম্পানি প্রায় পাঁচ শতাধিক অটো রিক্সা বিনা পারমিটে বিক্রি করেছে। বিশেষ করে আগরতলা শহরে যেখানে প্রতিদিন যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেখানে কীভাবে এত সংখ্যক অটো পারমিট ছাড়াই রাস্তায় নামছে তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এর পেছনে কোনো প্রভাবশালী মহলের মদত রয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

ধর্নামঞ্চ থেকে শ্রমিক নেতারা অভিযোগ করেন, অটো চালকদের কাছ থেকে পারমিটের নামে ২০ হাজার থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। আগে পরিবহন দপ্তর থেকে পারমিট ইস্যু হওয়ার পর শোরুম থেকে অটো কেনা হতো। কিন্তু এখন শোরুম থেকেই অর্থের বিনিময়ে পারমিটসহ অটো বিক্রির অভিযোগ উঠছে। এমনকি আগরতলা শহরে ইলেকট্রিক অটো বিক্রি ও রেজিস্ট্রেশন নিষিদ্ধ থাকার পরও সরকারি নোটিফিকেশন অমান্য করে ৯০টিরও বেশি ই-অটো বিক্রি করা হয়েছে বলে দাবি করা হয়।

ভারতীয় প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের উত্তর-পূর্বাঞ্চলের প্রভারি অসীম দত্ত বলেন, “রাজ্যে অটো রিক্সার সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চালকরা সারাদিন গাড়ি চালিয়েও সংসার চালাতে পারছেন না। আমরা বারবার পরিবহন দপ্তর ও সরকারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি, মন্ত্রীদের সঙ্গেও কথা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

তিনি আরও হুঁশিয়ারি দেন, অবিলম্বে নতুন অটো রেজিস্ট্রেশন বন্ধ না করা হলে আগামী দিনে সারা ত্রিপুরা জুড়ে বৃহত্তর আন্দোলনে নামবেন অটো চালকরা। এদিন বিকেল চারটা পর্যন্ত এই গণধর্না চলবে বলে জানানো হয়।

For All Latest Updates

ভিডিও