খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:40 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪০ অপরাহ্ণ

Blood Donation Camp : আগরতলায় সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে রক্তদান শিবির

Blood Donation Camp
1 minute read

Blood Donation Camp : আগরতলার সদর মহকুমা শাসকের কার্যালয়ে শনিবার এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে। শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম জেলার অতিরিক্ত জেলাশাসক অসিত কুমার দাস, সদর মহকুমা শাসক মানিক লাল দাসসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক ডা. বিশাল কুমার রক্তদানের গুরুত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেন। তিনি বলেন, “রক্তের ঘাটতি মেটাতে ব্লাড ব্যাংকগুলিতে পর্যাপ্ত পরিমাণে রক্ত থাকা অত্যন্ত প্রয়োজনীয়। নিয়মিত রক্তদান করলে একদিকে যেমন অসুস্থ মানুষের জীবন বাঁচানো যায়, অন্যদিকে রক্তদাতার শরীরও সুস্থ থাকে।”

তিনি আরও জানান, রক্তদান শুধু মানবতার দায়বদ্ধতা নয়, এটি সামাজিক দায়িত্বও। তাই সকলেরই উচিত নিয়মিত রক্তদানের অভ্যাস গড়ে তোলা। এদিন তিনি রক্তদাতাদের হাতে শংসাপত্র তুলে দেন এবং তাঁদের প্রশংসা করেন।

শিবিরে বহু মানুষ স্বেচ্ছায় অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, আগামীতেও এ ধরনের উদ্যোগ নেওয়া হবে, যাতে ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা না দেয় এবং প্রয়োজনে যে কেউ সহজেই রক্ত পেতে পারেন।

এই আয়োজনে রক্তদাতাদের উৎসাহ ও সক্রিয় অংশগ্রহণে এক মানবিক পরিবেশ সৃষ্টি হয়, যা আগরতলা তথা সমগ্র পশ্চিম জেলার জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠল।

For All Latest Updates

ভিডিও