খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:49 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৯ অপরাহ্ণ

BJYM Relly Agartala : হনুমান মন্তব্য বিতর্কে উত্তাল আগরতলা, যুব মোর্চার বিক্ষোভ মিছিল

BJYM Relly Agartala
1 minute read

BJYM Relly Agartala : আগরতলার মুক্ত ধারা অডিটোরিয়ামে সিপিআইএম নেতা শঙ্কর প্রসাদ দত্তের বক্তব্য ঘিরে ধর্মীয় আবেগে উত্তেজনা ছড়িয়েছে। বক্তৃতার সময় হিন্দু ধর্মের অন্যতম পুজ্য দেবতা সঙ্কট মোচন হনুমানকে ঘিরে একটি বিতর্কিত শব্দ ব্যবহার করেন তিনি, যার ফলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও তীব্র প্রতিবাদ।

যদিও শঙ্করবাবুর দাবি, শব্দটির ব্যবহার ছিল উগ্রবাদ বোঝাতে—ব্যক্তি বা দেবতাকে আক্রমণ নয়। তবুও ভগবানের নামের সাথে এমন শব্দ জুড়ে দেওয়ায় বিজেপির যুব মোর্চা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। আজ সকালে তাঁকে হনুমানের ছবি ও চালিসা তুলে দেওয়ার পর, শহরে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন যুব মোর্চার কর্মীরা।

রাধানগর থেকে শুরু হওয়া মিছিল ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত হয়। মেলারমাঠে পৌঁছে কালীমাতার মন্দিরে হনুমান চালিসা পাঠ করে ধর্মীয় আবেগের প্রকাশ ঘটান অংশগ্রহণকারীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু বিজেপি সমর্থক ও ভক্তবৃন্দ।

বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “কমিউনিস্ট নেতারা বারবার হিন্দু ধর্মকে অবমাননা করছেন। শঙ্কর প্রসাদ দত্তের মন্তব্য হিন্দু ভাবাবেগে আঘাত। আমরা এর প্রতিবাদ জানাই এবং তাঁর ক্ষমা চাওয়া উচিত।

সুশান্ত দেব আরো জানান,
এ রাজ্যের তথাকথিত কমিউনিস্ট নেতা সংকর প্রসাদ দত্ত প্রভু হনুমান কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন। বিগত দিনেও তারা হিন্দুদের ভাবাবেগে আঘাত করার জন্য অনেক ধরণের মন্তব্য করেছেন। আমরা সেটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানায়।

বিজেপির সমর্থকেরা উনার হাতে হনুমানের ছবি ও চালিসা ধরিয়ে দিয়ে আসার পর পরই বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে আগরতলা শহরে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। শ্লোগান উঠে জয় শ্রী রাম। রাধানগর থেকে মিছিল টি শুরু হয়ে মেলারমাঠে এসে মেলার মাঠ স্থিত কালি মায়ের মন্দিরে গিয়ে হনুমান চালিসা পাঠ করেন যুব মোর্চার কর্মী ও ভক্ত বৃন্দেরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাম নেতা শঙ্কর প্রসাদ দত্তের প্রতিক্রিয়া চাইলে উনি এই নিয়ে কোনো মন্তব্য করতে আপাতত চান না বলে সাফ জানিয়ে দেন।

For All Latest Updates

ভিডিও