খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 31 July 2025 - 03:56 PM
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫ - ০৩:৫৬ অপরাহ্ণ

Bjp VS Tipra Motha : আশারামবাড়ির হিংস্র ঘটনায়, মন্ত্রী ও প্রাক্তন সাংসদের পরিদর্শন, আহতদের খোঁজ নিলেন নেতারা।

Bjp VS Tipra Motha
1 minute read

Bjp VS Tipra Motha : আশারামবাড়ি এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান চলাকালীন বিজেপির শ্রবণ কর্মসূচিতে যে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে সেই ঘটনার তদন্ত ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে আজ খোয়াই জেলার তুলাসিকর ব্লকের তকছায়া এলাকায় যান রাজ্যের মন্ত্রী সান্তনা চাকমা এবং প্রাক্তন সাংসদ রেবতী মহন ত্রিপুরা-সহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

ঘটনাটি ঘটে পূর্ব তকছায়া এডিসি ভিলেজের ৩০ নম্বর বুথে। অভিযোগ, ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচারের সময় প্রায় ৩০-৩৫ জনের একদল দুষ্কৃতকারী হঠাৎ সেখানে হানা দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। তারা বিজেপি কর্মীদের ওপর হামলা চালায় ও অনুষ্ঠান পণ্ড করে দেয়।

ঘটনায় অন্তত সাতজন বিজেপি কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। হামলাকারীরা প্রায় ১০-১৫টি বাইক ও দুটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছে বলেও অভিযোগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছিল বিপুল সংখ্যক পুলিশবাহিনী। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে গিয়ে নিরাপত্তা বাহিনী এবং বর্তমানে তদন্ত শুরু করেছিলো।

রাজনৈতিক প্রতিক্রিয়া
বিজেপি নেতা বিপিন দেববর্মা জানান, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। তিনি এই ঘটনাকে “অত্যন্ত দুর্ভাগ্যজনক ও হতাশাজনক” বলে উল্লেখ করেন।

এদিকে, এই হামলার পিছনে তিপ্রা মথা দলের সমর্থকদের জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। রাজনৈতিক মহলে এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে বর্তমান জোট সরকারের স্থায়িত্ব ও ভবিষ্যৎ নিয়ে। উল্লেখযোগ্য, তিপ্রা মথা বর্তমানে ত্রিপুরা রাজ্যের সরকারে শরিক দল হিসেবে যুক্ত রয়েছে।

পরিদর্শন শেষে প্রতিনিধি দল খোয়াই জেলার পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন এবং নিরাপত্তা ও তদন্ত সংক্রান্ত বিষয় নিয়ে বিশদে আলোচনা করেন।

এদিন রেবতী ত্রিপুরা জানান, আশারাম বাড়িতে ঘটে যাওয়া হিংসো ঘটনা সত্যিই মন্ত্রী এমএলএ অনেকেই এলাকা পরিদর্শনে এসেছেন এবং উনারা খোয়াই জেলার পুলিশ সুপারের সাথেও দেখা করে বিস্তারিত আলোচনা করেন ।

এই রাজনৈতিক হিংসার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের জোট রাজনীতিতে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির তরফে জানানো হয়েছে, এই বিষয়টি রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রীর গোচরে আনা হয়েছে এবং খুব শীঘ্রই রাজ্য নেতৃত্ব এক প্রতিনিধি দল পাঠাবে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরিক দলের দ্বারা হিংসাত্মক আক্রমণ জোট সরকারের মধ্যে আস্থার সংকট তৈরি করতে পারে। তিপ্রা মথার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি ঘনিষ্ঠ মহলও।

For All Latest Updates

ভিডিও