BJP Bordwali Mandal : যশস্বী প্রধানমন্ত্রীর যশস্বী ভাবধারা কে ঘরে ঘরে নিয়ে যেতে তৎপর কার্যকর্তারা। যে আত্ম নির্ভর ভারতের শ্লোগান উনি দিয়েছেন সেটি কেবল শ্লোগান নয়। শ্লোগানের সাথে সাথে একে বাস্তবায়িত করার ক্ষেত্রে ও একের পর এক প্রকল্প গ্রহন করা হচ্ছে। তবে সেই গুলো মানুষের বোধগম্য করে তুলতে গ্রাউন্ড স্তর থেকে কাজ করতে হবে। আর সেই দিশাকে লক্ষ্যে রেখেই কাজ করছে বিজেপির যুব মোর্চা।
রবিবার ১৬ই নভেম্বর সদর এর ৮নং টাউন বড়দোয়ালী বিধানসভার মণ্ডল যুব মোর্চার উদ্যোগে সুকান্ত একাডেমিতে হর ঘর স্বদেশী-ঘর ঘর স্বদেশী, আত্মনির্ভর ভারত সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে এক যুব সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত যুব সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, তাছাড়া উপস্থিত ছিলেন বড়দোয়ালী যুব মোর্চা সভাপতি পদ্মনাভ সাহা, কর্পোরেটর রত্না দত্ত সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা।
এদিনের সন্মেলনে মঞ্চে উপস্থিত অতিথিরা একে একে প্রধানমন্ত্রীর আত্ম নির্ভর ভারত গড়ার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে নিজদের মতো করে বক্তব্য পেশ করেন। তত সঙ্গে এই আয়োজন নিয়ে বিস্তারিত জানিয়ে যুব মোর্চার কর্মীরা আরও জানান আত্ম নির্ভর ভারত গড়ার লক্ষ্যে মোদী সরকার কিভাবে কাজ করছে তা রাজ্যের প্রতিটি কোণায় কোণায় পৌঁছে দিতে হবে। প্রতি টি ঘরে ঘরে এই প্রকল্প নিয়ে মানুষ কে সজাগ করতে হবে । সেই দিশাতেই কাজ করবে রাজ্য বিজেপি যুব মোর্চা।



