Bisramganj News : মোটরবাইক চুরি করে পরে সেটিতে আগুন লাগিয়ে প্রমাণ নষ্ট করার অভিযোগে বিশ্রামগঞ্জ থানার পুলিশ পাথালিয়াঘাট ভিলেজের ২৪ বছর বয়সি যুবক বিকু দেববর্মাকে আটক করেছে। বুধবার গভীর রাতে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করা হয়েছে।
জানা যায়, কয়েক দিন আগেই ওই বাইকটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এরপর এক সন্ধ্যায় গ্রামসংলগ্ন জঙ্গলপথে আগুন ধরে পুড়তে থাকা একটি মোটরবাইক দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ পৌঁছে আগুন নেভালেও ততক্ষণে বাইকটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।
পুলিশের প্রাথমিক অনুমান ছিল, এটি সাধারণ দুর্ঘটনা নয়—বরং চুরি করে পরে সচেতনভাবেই সেটিতে আগুন লাগানো হয়েছে। সেই সূত্র ধরেই তদন্ত চালিয়ে পুলিশ কয়েকটি তথ্যের ভিত্তিতে বিকু দেববর্মার দিকে সন্দেহ নিবদ্ধ করে।
এরপর বুধবার রাতে পাথালিয়াঘাটে বিকুর বাসায় হঠাৎ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে চুরির পর ধরা পড়ার ভয়েই সে মোটরবাইকটিকে ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এটি তার একার সিদ্ধান্ত ছিল, নাকি কেউ তাকে প্ররোচিত বা সহযোগিতা করেছে—সেটিও এখন পুলিশের তদন্তের গুরুত্বপূর্ণ অংশ।
পুলিশ সূত্রের দাবি, ঘটনার নেপথ্যে আরও বড় কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত থাকতে পারে। পুলিশের বিশেষ দল এখন পর্যন্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছে এবং শিগগিরই ঘটনার পূর্ণ চিত্র সামনে আসবে বলে আশা করা হচ্ছে।
পুরো ঘটনায় এলাকার সাধারণ মানুষও উদ্বিগ্ন। অনেকেই দাবি করছেন, সাম্প্রতিক সময়ে ছোটখাটো চুরি বেড়ে গেছে, তাই অপরাধ প্রবণতার ওপর আরও নজরদারি জরুরি।
বিকু দেববর্মাকে আদালতে সোপর্দ করা হয়। তদন্তে নতুন কোনো তথ্য উঠে এলে পুলিশ তা শীঘ্রই জানাবে।



