খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 26 July 2025 - 03:45 AM
শনিবার, ২৬ জুলাই ২০২৫ - ০৩:৪৫ পূর্বাহ্ণ

Bisramganj News : যাত্রী বাহী বাস থেকে আটক আগ্নেয়াস্ত্র পাচারকারী যুবক

Bisramganj News
1 minute read

Bisramganj News : অহরহ দিনের বেলায় আগ্নেয়াস্ত্র পাচারের ঘটনায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রী বাহী বাস গাড়িতে। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দিনের দুপুরে যাত্রী বাহী বাসে করে কেউ একজন আগ্নেয়াস্ত্র পাচার করছে, আর সেই বাসেই বসে আছেন প্রায় শতাধিক লোক এটা ভাবলেই আতঙ্ক হবে এটাই স্বাভাবিক। এমনই অভিযোগ মূলে পুলিশ প্রশাসন তৎপরতা দেখিয়ে বিশ্রাম গঞ্জ এলাকায় আটক করলো বাস টিকে। চালানো হল তল্লাশি। ধরা পড়লো অভিযুক্ত।

ঘটনার বিবরন দেওয়ার আগে উল্লেখ করা প্রয়োজন জবে থেকে বিশ্রামগঞ্জ থানায় ওসি হিসেবে দায়িত্ব হাতে পেয়েছেন অজিত দেববর্মা তার পর থেকেই অত্র এলাকা জুড়ে নেশা বানিজ্য থেকে শুরু করে অপরাধের সাথে যুক্ত লোকেদের কান একেবারে সোজা হয়ে গেছে। গাঁজা বিরোধী অভিযানে নেমে ১২ লক্ষ টাকার গাঁজা আটক করার পর এবার আগ্নেয়াস্ত্র কাণ্ডে অভিযান চালিয়ে পুনরায় প্রশংসা কুড়িয়েছেন ওসি সাহেব।

এবার আসা যাক মূল ঘটনায়। গোপন সূত্র মারফৎ বিশ্রামগঞ্জ থানার পুলিশের কাছে খবর ছিল যে আগরতলা টু উদয়পুর গামী একটি বাসে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র পাচার করতে চলেছে। যুবকের নাম দীপঙ্কর সেন বয়স ৩৩, পিতার নাম নিপেন্দ্র সেন, সে আমতলী উত্তর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে নাকি মধুপুর ও আমতলী থানায় আগে থেকেই বহু মামলা রয়েছে। সেই খবরের ভিত্তিতে উক্ত বাস টি বিশ্রামগঞ্জ নাকা পয়েন্টে এসে পৌছাতেই পুলিশ গাড়িটিকে আটক করে।

যাত্রীরা যাতে আতঙ্কিত হয়ে না পড়েন সেজন্যে আগাম তাদের কে বুঝিয়ে দেওয়া হয় বিষয় টি। অতঃপর গাড়িতে থাকা যাত্রীরা একে একে গাড়ি থেকে নেমে অন্য গাড়ি করে চলে যান। এদিকে গাড়িতে উপস্থিত ছিল সেই দিপঙ্কর ও ।তাকে আটক করে পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়। জানা গেছে টাকা আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র পাচারের খবর সত্য কিনা সেটা যাচাই করে দেখছে পুলিশ। যদিও গাড়ি থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

তবে এর পেছনে কি রহস্য রয়েছে তা উদ্ঘাতনের চেষ্টা চলছে। উল্লেখ্য আটক হওয়া বাস গাড়িটির নম্বর TR031393 বলে জানা গেছে। রাজ্যে আইন শৃঙ্খলা কতটা দৃঢ় রয়েছে সেটা নিয়ে আশঙ্কা জন্মায়। অন্যথা দিনের বেলায় আগ্নেয়াস্ত্র পাচার সংক্রান্ত অপরাধী কিভাবে এভাবে খোলা খুলি ঘুরে বেরায় এটাই ভাবার বিষয়। যদিও আইনের উপর ভরসা রাখছেন মানুষ। আশা করা হচ্ছে এই পাচার বানিজ্যে লাগাম টানতে সার্থক হবে পুলিশ।

For All Latest Updates

ভিডিও