Bisramganj Bidyajyoti School : শিক্ষক স্বল্পতার জেরে বিশ্রামগঞ্জ বিদ্যাজ্যোতি স্কুলে আজ সকাল থেকে উত্তপ্ত পরিবেশ। বিজ্ঞান বিষয়ের একমাত্র শিক্ষিকাকে অন্য বিদ্যালয়ে বদলি করার প্রতিবাদে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হয়। হঠাৎ এই অবস্থার কারণে শিক্ষাকার্যও পুরোপুরি স্থবির হয়ে পড়ে।
বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক সংখ্যা কম। তার ওপর বিজ্ঞান বিভাগের শিক্ষক বদলি হওয়ায় বিষয়টি সংকটজনক হয়ে উঠেছে। তারা জানায়, “যিনি এখানে বদলি হয়ে আসার কথা, তিনি এখনও যোগ দেননি। ফলে আমাদের পড়াশোনা পুরোপুরি থমকে গেছে।”
পরিস্থিতির খবর পেয়ে দ্রুত বিদ্যালয়ে পৌঁছায় পুলিশ ও স্কুল পরিদর্শক। তারা ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে আশ্বাস দেন যে বিষয়টি অবিলম্বে খতিয়ে দেখা হবে এবং পাঠদানে যেন ব্যাঘাত না ঘটে সে পদক্ষেপ নেওয়া হবে।
কর্তৃপক্ষের আশ্বাস পেয়ে শেষপর্যন্ত তালা খুলে বিক্ষোভ প্রত্যাহার করে নেয় ছাত্র-ছাত্রীরা। তবে শিক্ষক বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তারা দৃঢ়ভাবেই জানিয়ে দেয়।
বিদ্যাজ্যোতি স্কুলে শিক্ষক বদলির সিদ্ধান্তকে কেন্দ্র করে যে উত্তেজনা তৈরি হয়েছিল, তা মূলত বিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক স্বল্পতার সমস্যা থেকেই উৎসারিত। ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ দেখায় যে পাঠদানের ধারাবাহিকতা বজায় রাখা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। প্রশাসন আশ্বাস দেওয়ায় পরিস্থিতি সাময়িকভাবে স্বাভাবিক হলেও, শিক্ষক বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনার যে দাবি শিক্ষার্থীরা তুলেছে, তা ভবিষ্যতে বিদ্যালয়ের শিক্ষার মান রক্ষায় গুরুত্বসহকারে দেখা প্রয়োজন।



