খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 11 October 2025 - 06:43 PM
শনিবার, ১১ অক্টোবর ২০২৫ - ০৬:৪৩ অপরাহ্ণ

Bishramganj Cpim News : ত্রিপুরায় স্মার্ট মিটার ঘিরে বাড়ছে জনঅসন্তোষ, রাজপথে বিক্ষোভে বামপন্থীরা

Bishramganj Cpim News
1 minute read

Bishramganj Cpim News : রাজ্যজুড়ে বিদ্যুৎ পরিষেবায় স্মার্ট মিটার চালুর সিদ্ধান্ত ঘিরে বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির মানুষের মধ্যে এই ‘স্মার্ট’ ব্যবস্থাকে ঘিরে দেখা দিয়েছে গভীর উদ্বেগ। অভিযোগ, মাস শেষে গড়পড়তা বিল যেখানে আগে ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকত, সেখানে এখন একই পরিমাণ টাকায় কেবল এক সপ্তাহ চলতে পারছে।

বৃহস্পতিবার বিশালগড়ে সিপিআই(এম) মহকুমা কমিটির ডাকে স্মার্ট মিটারের বিরোধিতায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও বাজার সভার আয়োজন হয়। দলীয় নেতৃত্বের দাবি, বিদ্যুতের নামে পুঁজিবাদী মুনাফা লুটের পথ সুগম করতেই স্মার্ট মিটার বসানো হয়েছে। আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে।

সিপিআই(এম) নেতাদের বক্তব্য, “এটা স্মার্ট নয়, এটা সাধারণ মানুষের পকেট কাটার এক ‘ডিজিটাল ফাঁদ’। গরিব মানুষের খাওয়া-পরা বাদ দিয়ে বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে, যা অমানবিক।” তাঁরা জানান, স্মার্ট মিটারের নামে গ্রাহকদের ওপর অযাচিত খরচ চাপিয়ে দেওয়া হচ্ছে।

মিছিল থেকে বারবার উঠে আসে একটাই দাবি — ‘স্মার্ট মিটার নয়, চাই পুরনো মিটারই ফিরিয়ে দাও।’ আন্দোলনকারীদের মতে, স্মার্ট মিটারের মাধ্যমে গ্রাহকদের উপর একধরনের নজরদারি চালানো হচ্ছে, যা গোপনীয়তা লঙ্ঘনের সমান।

জনগণের মধ্যে ক্রমবর্ধমান উদ্বেগ ও ক্ষোভের কারণে এখন প্রশ্ন উঠছে — সরকার আদৌ জনস্বার্থ বিবেচনা করছে তো? নাকি এই প্রযুক্তিনির্ভর পরিষেবা বাস্তবতায় মানুষকে আরও কোণঠাসা করে তুলছে?

প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগ বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিরোধী শিবির হুঁশিয়ারি দিয়ে বলেছে, “যদি এই সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয়, তবে আন্দোলন আরও তীব্র হবে।

For All Latest Updates

ভিডিও