Bishalgarh Tebariya News : বিশালগড়ে আবারও দুষ্কৃতীর তাণ্ডব—লক্ষাধিক টাকার ক্ষতি এক স্থানীয় বাসিন্দার। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে করইমুড়া তেবাড়িয়া এলাকায় ওহিদ মিয়ার TR061574 নাম্বারের বোলেরো গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। মঙ্গলবার সকালে এলাকাবাসী ঘটনাটি দেখতে পেয়ে বিশালগড় থানায় খবর দেয়।
খবর পেয়ে নতুন ওসি বিজয় দাসের নেতৃত্বে দুই পুলিশ অফিসার, টিএসআর এবং এসপিও জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তদন্ত চলাকালীন শাসক দলের শক্তিকেন্দ্রের ইনচার্জের নাতি নয়ন দেবনাথকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে নয়ন নিজেই স্বীকার করে যে তিনিই গাড়িতে আগুন লাগিয়েছেন।
স্থানীয় সূত্রে অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে করইমুড়া তেবাড়িয়া সহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য বিক্রি চালিয়ে আসছেন নয়ন দেবনাথ। তবে নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজনৈতিক চাপে নতি স্বীকার না করে আইনশৃঙ্খলা বজায় রাখার উদ্যোগ নিয়েছেন।
বছরের পর বছর বিজেপি সরকারের শাসনামলে অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। মাদক চক্র, চাঁদাবাজি, ভয় দেখিয়ে ব্যবসা দখল—সবকিছুর পেছনে শাসক দলের নেতাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থন রয়েছে বলে অভিযোগ।
এখন প্রশ্ন—বিশালগড় থানার পুলিশ কি অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দিতে সক্ষম হবে?
বিশালগড় থানার নতুন ওসি রাজনৈতিক চাপ উপেক্ষা করে ব্যবস্থা নিলেও, প্রশ্ন থেকেই যাচ্ছে—ত্রিপুরায় বিজেপি সরকারের পুলিশ প্রশাসন কি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করতে পারবে? নাকি আবারও রাজনৈতিক প্রভাবের কাছে আইন হার মানবে?