খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:37 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:৩৭ পূর্বাহ্ণ

Bishalgarh Sushanta Deb : বিশালগড় নিচের বাজারে জলে জমা ড্রেইন, পরিদর্শনে বিধায়ক সহ মহকুমা প্রশাসন

Bishalgarh Sushanta Deb
1 minute read

Bishalgarh Sushanta Deb : বিশালগড় নিচের বাজার , একটি অন্যতম প্রাচীন এবং গুরুত্বপূর্ণ স্থান। বাজার কে কেন্দ্র করে আশেপাশে রয়েছে ঘন বসতি। এই এলাকায় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানাদিও আয়োজিত হয়ে থাকে বছর ব্যাপি। কিন্তু এই এলাকা বাসীর স্থানীয় বাসিন্দা দের দুর্ভোগের কারণ হয়ে দাড়ায় একটি ড্রেন । যা দিয়ে জল নিষ্কাসন একেবারে হয় না বললেই চলে।

বেশ কয়েক বছর ধরেই এই ড্রেন নিয়ে অভিযোগ উঠে আসছিল বিশালগড় নিচের বাজার এলাকা থেকে। অবশেষে এই ঘটনাটি নজর কাড়ে বিশালগড়ের স্থানীয় সংবাদ কর্মীদের। উল্লেখ্য, এই নিচের বাজার একটি গাড়ির স্ট্যান্ড রয়েছে সেই থেকে যাত্রীরা গাড়ি করে বক্সনগর সহ বিভিন্ন স্থানে যাতায়াত করেন। কিন্তু এই ড্রেন ও তার জল নিষ্কাশনের অপরিপক্কতার ফলে ভোগান্তি তে আছেন যাত্রী সাধারণ ও।

ঘটনা জানার পর কিছুদিন পূর্বে ঐ এলাকায় ছুটে যান বিশালগড় মহকুমা প্রশাসন তথা ডিসিএম প্রসেনজিৎ দাস। উনি আধিকারিক দের নিয়ে স্থান টি পরিদর্শন করেন এবং দ্রুততার সাথে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

এরপরই খবর যায় এলাকার জনপ্রতিনিধি তথা বিধায়ক সুশান্ত দেব এর নিকট। এই ঘটনার বিবরন জানতে পেরে মঙ্গলবার উনি ও ছুটে যান এলাকায়। গিয়ে খতিয়ে দেখেন গোটা পরিস্থিতি। বিধায়ক কে সামনে পেয়ে এলাকার বৃদ্ধ বনিতা সকলের মাঝেই আনন্দ উল্লাস চোখে পরে। কেউ কেউ আবার সুশান্ত বাবু কে জড়িয়ে ও ধরেন। সবার চোখে মুখেই যেন এক গুচ্ছ আশা যে এবার তাদের দুর্ভোগ কাটবে।

পরিস্থিতি খতিয়ে দেখেই বিধায়ক জানান সমস্ত দপ্তরের আধিকারিক দের সাথে উনি কথা বলবেন এবং দ্রুত এই সমস্যা সমাধান করার ব্যবস্থা করা হবে। তবে উনি এলাকাবাসীর উদ্দেশ্যে বার্তা রাখেন যাতে কেউ ড্রেন এর মধ্যে আবর্জনা না ফেলেন। এতে করে স্বাভাবিক ভাবেই জল নিষ্কাসন ব্যবস্থা বাঁধা প্রাপ্ত হয়। যা বিপজ্জনক এবং যার ফলে আগামী দিনে একই সমস্যা বারবার দেখা দেওয়ার ও সম্ভাবনা থাকে।

এদিনের পরিদর্শনে বিধায়ক এর সাথে ছিলেন মহকুমা শাসক বিঙ্কি সাহা, DCM প্রসেনজিৎ দাস, বিশালগড় বিজেপি মন্ডলের মন্ডল সভাপতি তপন দাস সহ এক প্রতিনিধি দল। উনি অতি দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন এদিন। আগামী কিছুদিনের মধ্যে ঐ এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তার আগেই এই সমস্যা সমাধান হবে বলেও জানানো হয়।

For All Latest Updates

ভিডিও