খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Thursday, 27 November 2025 - 01:29 AM
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ - ০১:২৯ পূর্বাহ্ণ

Bishalgarh Sushanta Deb : উন্নয়নমূলক কাজে গুণগত মানে আপোষ নয় — স্পষ্ট বার্তা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের

Bishalgarh Sushanta Deb
1 minute read

Bishalgarh Sushanta Deb : বিশালগড় ও গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের সংযোগকারী সড়ক নির্মাণের কাজে অনিয়মের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিটুমিন ছাড়াই রাস্তার সংস্কারকাজ চলছে—যার জেরে রাস্তাটির মান নিয়ে প্রশ্ন উঠেছে। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব।

উল্লেখযোগ্যভাবে, এই সড়ক নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৪ কোটি টাকা , এবং প্রকল্পটি দুই বিধানসভা মিলিয়ে পরিচালিত হচ্ছে। এলাকাবাসীর দাবি, বিশালগড় অংশে কাজের মান ভালো হলেও গোলাঘাটির ভাটি লারমা এলাকায় কিছু অংশে নিয়মবহির্ভূত কাজ হয়েছে। এ খবর জানার পরেই নিজে উপস্থিত হয়ে পরিস্থিতির যাচাই করেন বিধায়ক সুশান্ত দেব।

বিধায়ক জানান, “আমরা সরেজমিনে এসে কাজের গুণগত মান পরীক্ষা করেছি। বিশালগড়ের অংশে কোনও সমস্যা নেই, কিন্তু গোলাঘাটির ভাটিলারমাঠ এলাকায় কিছু টেকনিক্যাল ইস্যু ছিল, যা ইতিমধ্যেই সংশোধন করা হয়েছে।” তিনি আরও বলেন, “আমাদের সরকার উন্নয়নমূলক কাজে কোনোভাবেই গুণগত মানে আপোষ করতে রাজি নয়। যদি কেউ দুর্নীতি বা নিম্নমানের কাজ করার চেষ্টা করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকার এই বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।”

এছাড়াও অভিযোগ ওঠে, ঠিকাদার জহর সুর চৌধুরী নির্দেশ অমান্য করে রাতে রাস্তার কাজ চালিয়ে যাচ্ছেন। দপ্তর থেকে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও তিনি কাজ বন্ধ করেননি। এই প্রসঙ্গে বিধায়ক বলেন, “এমন কাজ আর চলবে না। নিয়ম ভঙ্গ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

সুশান্ত দেব আরও বলেন, “আমাদের লক্ষ্য স্পষ্ট — উন্নয়নের কাজ হবে, কিন্তু তার মান নিয়ে কোনও আপোষ নয়। দপ্তরের আধিকারিক, বাস্তুকার এবং জনপ্রতিনিধিরা সকলে একযোগে কাজ করছেন যাতে মানুষ মানসম্মত পরিষেবা পায়। যে কোনও সমস্যার দ্রুত সমাধানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ঘটনাস্থলে বিধায়কের উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়। তারা জানান, বিধায়ক নিজে এসে পরিস্থিতি দেখে যাওয়ায় তাঁদের আস্থা বেড়েছে যে, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম আর হবে না।

সার্বিকভাবে বলা যায়, বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেবের এই পদক্ষেপে একদিকে যেমন স্বচ্ছতা ও জবাবদিহিতার বার্তা মিলেছে, তেমনি উন্নয়নমূলক কাজে গুণগত মান রক্ষায় সরকারের কঠোর অবস্থানও স্পষ্ট হয়েছে।

For All Latest Updates

ভিডিও