খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 28 January 2026 - 12:18 AM
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ণ

Bishalgarh SPO News : বিজেপির ৩৭ নং বুথ সভাপতির ছেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ! প্রশ্নের মুখে সমাজের নৈতিকতা*

Bishalgarh SPO News
1 minute read

Bishalgarh SPO News : বিশালগড় শীতলটিলা অঞ্চলে পরকীয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। অভিযোগ, একজন বিবাহিতা নারীকে নিয়ে পালিয়ে গেছেন বিজেপির ৩৭ নং বুথ সভাপতির ছেলে রূপম সাহা, যিনি আবার পুলিশের অস্থায়ী বাহিনীর সদস্য (এসপিও)। স্বভাবতই, ঘটনাটি সমাজজুড়ে নানা প্রশ্ন তুলছে—রাজনৈতিক পরিবারের সন্তান এবং পুলিশের কর্মী যদি এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন, তাহলে সমাজ কোন পথে এগোচ্ছে?

ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার দুপুরে। স্থানীয় বাসিন্দা হরিপদ সাহার বক্তব্য অনুযায়ী, তার স্ত্রী সুপর্ণা পোদ্দার এবং আট বছরের সন্তানকে ফেলে রূপম সাহার সঙ্গে পালিয়ে যান তিনি। এ ঘটনায় গভীর মানসিক আঘাত পান স্বামী হরিপদ সাহা। শেষ পর্যন্ত তিনি শনিবার দুপুরে বিশালগড় মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রূপম সাহার বিরুদ্ধে।

সংবাদমাধ্যমের সামনে নিজের বেদনার কথা তুলে ধরেন হরিপদ সাহা। তিনি জানান, “পরিবার ভেঙে যাক এমনটা কখনো ভাবিনি।
তবে এখন প্রশ্ন রাজনৈতিক ক্ষমতা বা পেশাগত পরিচয়ের দাপট দেখিয়ে কেউ যদি অন্যের সংসার নষ্ট করে, তাহলে আমাদের সমাজে এর ফল কী দাঁড়াবে?”

এমন ঘটনা সামনে আসতেই বিশালগড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা। রাজনীতি, প্রশাসন এবং নৈতিকতার অবস্থান আজ কোথায় দাঁড়িয়ে?

অনেকেরই মত, পরকীয়ার ঘটনাগুলি শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, সমাজের ভেতরকার অনৈতিকতা ও মানসিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। বিশেষ করে রাজনৈতিক পরিবারের সদস্য বা পুলিশ কর্মীরা এধরনের কাজে যুক্ত হলে সেই প্রশ্ন আরও গভীর হয়।

For All Latest Updates

ভিডিও