খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 12 October 2025 - 12:55 AM
রবিবার, ১২ অক্টোবর ২০২৫ - ১২:৫৫ পূর্বাহ্ণ

Bishalgarh Road Block : প্রধানমন্ত্রীর আগমন কে ঘিরে আঁটসাঁট নিরাপত্তা, আঁটকে দেওয়া হল যান চলাচল, পরীক্ষা দিতে যাওয়া হল না শিক্ষার্থীদের

Bishalgarh Road Block
1 minute read

Bishalgarh Road Block : কেউ পরীক্ষা দিতে কলেজ যাবে, কেউ বা অসুস্থ রোগী নিয়ে যাচ্ছে হাসপাতালে। কিন্তু তাদের গন্তব্যে পৌঁছানো আর হল না সময় মতো। কারণ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আর তাই চারিদিকে নিরাপত্তা বলয় শক্ত করতে গিয়ে সাধারণ জনজীবন এর গতিশীল চাকা রুখে দিলো প্রশাসন।

২২শে সেপ্টেম্বর উদয়পুর মাতাবাড়ি তে প্রসাদ প্রকল্পের উদ্বোধন করতে আসেন প্রধানমন্ত্রী। আর উনার সফর কে কেন্দ্র করে জাতীয় সড়কে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। যদিও উনি আকাশপথে উড়ে যান উদয়পুরে। তবু উনার কনভয় এবং অন্যান্য নিরাপত্তা শীল গাড়ি গুলো সড়ক ধরেই পৌছায় উদয়পুরে। আর তাঁর জন্যে গোটা রাস্তা ব্যাপি প্রশাসনিক আধিকারিক দের তত্বাবধানে চলছিল যান পরিষেবা । যাতে করে একাধিক জায়গায় যান বাহন চলাচল আঁটকে দেয় পুলিশ।

এদিন কেউ কেউ কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন, কেউ বা হাসপাতালে যাচ্ছিলেন রোগী নিয়ে। কিন্তু এই জ্যাম এর মুখে পরে তাদের অনেকের ই পরীক্ষা বাতিল হয়ে যায়। কেউ আবার সময় মতো হাসপাতালে পৌছাতে না পেরে আরও অসুস্থ হয়ে পরে। আর মূলত এই ঘটনা উঠে আসে এদিন বিশালগড় মহকুমা থেকে।

বিশালগড় রবীন্দ্রনাথ কলেজ গামী একাধিক ছাত্র রাস্তায় আটকা পরে যায়। তারা এদিন ক্ষোভ ব্যক্ত করেন এবং অভিযোগ করেন তাদের বহু বার বলা সত্বেও পুলিশ নাকি পথ ছারেনি। উল্টে তারা বলেন যে তাদের অনুমতি নেই। অতঃপর ছাত্রেরা হতাশ হয়ে সেখানেই দাঁড়িয়ে থাকে।

গোটা ঘটনা আমাদের সংবাদ প্রতিনিধির ক্যামেরায় বন্দী হয়। ততসঙ্গে ভোগান্তির শিকার সাধারণ জনতা এই ঘটনায় তীব্র ক্ষোভ উগড়ে দেন। প্রশ্ন তো এটাই, যাকে জনসেবায় নিয়োজিত থাকার জন্যে ভোট দিয়ে মানুষ জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী, কিংবা প্রধানমন্ত্রীর আসনে বসাচ্ছেন তাদের কয়েক ঘণ্টার সফর কিংবা অনুষ্ঠান সুচির কারণে সেই আম ভোটার , আম জনতার কতই না ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বহু মানুষ এই বিষয় গুলো কে ভালো চোখে দেখেন না এবং তারা এর পেছনে অপরিকল্পিত পরিকাঠামো কেই সর্বাধিক দায়ী করছেন।

For All Latest Updates

ভিডিও