Bishalgarh News : নেশার আখড়ায় পরিণত হয়েছে ত্রিপুরা রাজ্য। এমন কোনো জেলা মহকুমা নেই যেখানে নেশা কারবারি রা ছড়িয়ে ছিটিয়ে নেই। তার মধ্যেই অন্যতম এক নাম বিশালগড়। কিছুদিন পূর্বে জিরানিয়া মাদক কাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে রাতের আঁধারে বিশালগড়ে ও এক বাড়িতে হানা দেয় পুলিশ।
এছাড়া ও অফিস টিলা সহ বিভিন্ন এলাকা জুড়ে নেশার হদিশ মিলেছে বহুবার। এবার অফিসটিলা স্থিত এক রাষ্ট্র বাদী ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নেশা সামগ্রী। অভিযুক্ত ব্যক্তির নাম জীবন শীল। দীর্ঘ দিন যাবত নেশা বানিজ্য চালাচ্ছে সে এমনটাই স্থানীয় সূত্রে খবর।
কিন্তু প্রমানের অভাবে এতো দিন যাবত পুলিশ তার বাড়িতে হানা দিতে পারেনি। অবশেষে তার বাড়িতে হানা দিয়ে বিপুল হারে বিলেতি মদ উদ্ধার করেছে বিশালগড় থানার পুলিশ।
জানা যায়, জীবন শীল এর বাড়িতে মাটির নীচে পুতে রাখা ছিল বিলেদি মদ এর বোতল। বিশালগড় থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়। বিশালগড় থানার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী নেতৃত্বে পুলিশ ও টি এস আর বাহিনী বৃহস্পতিবার দুপুরে অফিসটিলা স্থিত জীবন শীলের বাড়িতে হানা দেয়।
যদিও পুলিশ আসার টের পেয়ে মদ ব্যবসায়ী জীবন শীল বাড়ি থেকে পালিয়ে যায়, যার ফলে পুলিশ তাকে ধরতে পারেনি । পরে পুলিশ তার বাড়ির মাটির নিচ থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচুর বিলেতি মদ উদ্ধার করে।
বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর মধু চক্রবর্তী জানিয়েছেন উদ্ধারকৃত অবৈধ বিলিতি মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ হাজার টাকার অধিক।
তিনি আরো জানিয়েছেন এই ব্যাপারে পুলিশ মদ ব্যবসায়ী জীবন শীলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। বলা বাহুল্য, জীবন শীল দের মতো বহু নেশা কারবারি বিশালগড়ের আনাচে কানাচে লুকিয়ে আছে। আর তাদের কে আড়াল করছে কোনো এক প্রভাবশালী নেতা।
কে সেই নেতা ? সেটা অবশ্য এই মুহূর্তেই বলা যাচ্ছে না। তবে জনমুখে চর্চিত সেই নেতার অঙ্গুলি হেলনে বিশালগড় জুড়ে বহু অপরাধ অচিরেই সংগঠিত হয়ে চলেছে বলে শোনা যাচ্ছে। এখন দেখার বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন এই নেশার কারবারি দের সমূলে উৎখাত করতে আদৌ পারে কিনা।



