খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Sunday, 21 December 2025 - 02:17 AM
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ - ০২:১৭ পূর্বাহ্ণ

Bishalgarh News : দুই বছরের সন্তান সমেয় নিখোঁজ গৃহবধূ , থানার দ্বারস্থ হলেন পরিবার

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : রাজ্যে অহরহ ঘটে চলেছে সন্তান সহ গৃহবধূ নিখোঁজ হয়ে পড়ার ঘটনা। বিগত ২৪ ঘণ্টার মধ্যেই দুটি ঘটনা সামনে এসেছে। যেখানে একজন গৃহবধূ তাঁর সন্তান কে নিয়ে বাড়ি থেকে বেড় হন কিন্তু আর বেরি ফেরেন না। এবার এমনই আরও এক ঘটনা ঘটেছে গোলা ঘাটি বিধানসভার এক গৃহবধূর সাথে।

দুই বছরের শিশু সন্তানকে নিয়ে নিখুজ এক গৃহবধ। জানা গেছে গত চার বছর আগে বিশালগড় থানার অন্তর্গত দুর্গানগর হাসপাতাল টিলা এলাকার আইসান বেগমের বিয়ে হয় গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার ইউসোফ আলীর সাথে।

বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়। তাদের সংসার খুব সুখেই চলছিল। এরই মধ্যে গত ৩-৪ দিন আগে গৃহবধূ আইসান বেগম তার স্বামীর বাড়ি থেকে দুর্গানগর স্থিত বাবার বাড়িতে বেড়াতে যায় দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে।

বুধবার ওই গৃহবধূ তার দুই বছরের পুত্র সন্তান কে নিয়ে স্বামীর বাড়িতে আসার জন্য রওনা দেয়, গৃহবধূর মা ওই গৃহবধূকে গাড়িতে তুলে দিয়ে যায়। এরপর আইসান বেগম আর তার স্বামীর বাড়িতে ফিরে আসেনি। এমনকি তার মোবাইলে ফোন করলে মোবাইল সুইচ অফ দেখায়। বুধবার সন্ধ্যা ঘনিয়ে আসলেও যখন গৃহবধূর কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না তখন তাঁর বাবার বাড়ির লোকজন সহ স্বামীর বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়ে।

এদিকে গৃহবধূর স্বামী ইউসুফ আলী কাজের উদ্দেশ্যে চেন্নাইয়ে রয়েছে। অবশেষে বাধ্য হয়ে বৃহস্পতিবার সকালে গৃহবধূর বাবার বাড়ির পক্ষ থেকে বিশালগড় মহিলা থানায় একটি নিখোঁজ ডাইরী করেন। এবং গৃহবধূর বোন বিশালগড় মহিলা থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোটা ঘটনাটি তুলে ধরতে গিয়ে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন যেন উনার বোনকে খুব শীঘ্রই পুলিশ খুঁজে বের করার ব্যবস্থা করে।

এই ঘটনা গুলোর পেছনে কি রহস্য ? পরকীয়া প্রেম নাকি মানব পাচার ? উভয়ই দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে রাজ্যের আইন প্রশাসন কি প্রকার কাজ করছে সেটাই বুঝে উঠতে পারছেন না সচেতন মহল। এখন দেখার বিষয় নিখোঁজ গৃহবধূ কে সন্তান সমেত খুঁজে পাওয়া যায় কিনা।

For All Latest Updates

ভিডিও