Bishalgarh News : ১৯৮০ সালের সেই কালো দিন আজো ভোলেনি রাজ্যের মানুষ। ভোলেনি বিশালগড় বাসী। তৎকালীন কংগ্রেসী , যারা আজ বিজেপির শীতল ছায়ায় স্বস্তির নিদ্রা নিচ্ছে তাদেরই নৃশংসতার বলি হয়েছিল বামপন্থী যুব নেতা গৌতম প্রসাদ দত্ত। বিশালগড়ের লড়াকু সৈনিক , কনিষ্ঠ যুব নেতা ছিলেন তিনি। এ বছর ৪৫ তম প্রয়ান দিবস পালিত হচ্ছে তাঁর।
গোটা রাজ্য ব্যাপি দিনটি যথাযোগ্য মর্যাদা পূর্ণ ভাবে পালিত হয়েছে। বিশেষ করে বিশালগড়ের সিপিআইএম পার্টির কার্যালয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্টির যুব থেকে প্রবীণ নেতারা। এছাড়া সিপিআই(এম) বিশালগড় মহকুমা অফিসে এক হল সভার মাধ্যমে তার স্মৃতিচারণ করা হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ভানু লাল সাহা, ছিলেন মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ যুবক থেকে বৃদ্ধ সকলেই।
আলোচনা সভায় গৌতম প্রসাদ দত্তের কৃতিত্ব নিয়ে আলোচনা সহ তাঁর মৃত্যুর ইতিহাস তুলে ধরেন। গৌতম প্রসাদ দত্ত তাঁর যুব বয়স থেকেই বাম পন্থি রাজনীতি তে আকর্ষিত হয়ে তাঁর জীবন কালে যে সমস্ত উন্নয়ন মূলক কাজ করে গেছেন তাতে তৎকালীন কংগ্রেসি কিছু মহাজন দের ক্ষতি হয়েছে বটে। আর সেই রেশ থেকেই গৌতম প্রসাদ এর জীবন ছিনিয়ে নিতে গিয়ে দুবার ভাবেনি দুষ্কৃতীরা।
ত্রিপুরার ইতিহাসে যে কজন বামপন্থী শহীদ রয়েছেন , যারা রাজ্যের জন্যে, রাজনীতির জন্যে এবং আদর্শের জন্যে লড়াই করতে গিয়ে নিজেদের প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে অন্যতম নাম ছিল এই গৌতম প্রসাদ দত্তের নাম।