খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 08:08 AM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ০৮:০৮ পূর্বাহ্ণ

Bishalgarh News : বিশেষ শিশুদের জন্য বিশালগড়ে “সানরাইজ” প্রশিক্ষণ কেন্দ্রের যাত্রা শুরু

Bishalgarh News
1 minute read

Bishalgarh News : বিশেষভাবে সক্ষম শিশুদের উন্নয়নে এক নতুন দিগন্ত খুলে গেল বিশালগড়ে। রবিবার বিশালগড় মধ্য লক্ষীবিল এলাকায় সত্য কর্মকারের বাড়িতে উদ্বোধন হল একটি বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের, যার নাম রাখা হয়েছে “সানরাইজ”। উদ্বোধন করেন বিশালগড় বিধায়ক সুশান্ত দেব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক কর্মী অমল দেবনাথ, সানরাইজ কেন্দ্রের শিক্ষক অনিকেত চৌধুরী ও গৌতম ঘোষসহ আরও অনেকে। সকলেই একসুরে জানিয়েছেন, এই কেন্দ্র বিশেষভাবে সক্ষম শিশুদের জীবনে নতুন আলো জ্বালাবে।

কেন্দ্রটির মূল উদ্দেশ্য হলো শিশুদের বিজ্ঞানসম্মত ও প্রযুক্তিগত পদ্ধতিতে প্রশিক্ষণ দেওয়া এবং পরিচর্যার মাধ্যমে তাদের আত্মনির্ভর করে তোলা। বিশেষ শিশুদের প্রতি সমাজে এখনও নানা ভুল ধারণা রয়ে গেছে। অথচ সঠিক দিকনির্দেশনা, ধৈর্য এবং উপযুক্ত প্রশিক্ষণ পেলে তারাও সমাজে অবদান রাখতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, “এমন উদ্যোগ সমাজকে আরও মানবিক করে তুলবে। শুধু কিছু মানুষের নয়, আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত যাতে বিশেষভাবে সক্ষম শিশুরা নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পায়। সমাজের বিভিন্ন স্তরের মানুষের সহযোগিতা ছাড়া এই ধরনের কেন্দ্র টিকে থাকা সম্ভব নয়। তাই স্থানীয় মানুষদের সক্রিয় অংশগ্রহণ এখানে ভীষণ জরুরি।তারা শিশুদের জন্য বিশেষ শিক্ষণ পদ্ধতি এবং মানসিক বিকাশের উপর জোর দেবেন। পাশাপাশি থাকবে খেলাধুলা, সৃজনশীল কাজ ও প্রযুক্তি নির্ভর পাঠদান।

স্থানীয়দের মতে, বিশালগড়ে এই প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ নেওয়া হলো, যা বিশেষভাবে সক্ষম শিশুদের পরিবারকেও নতুন আশার আলো দেখাবে।

“সানরাইজ” কেন্দ্রের সূচনা কেবল একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন নয়, বরং সমাজে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পথে এক বড় পদক্ষেপ। আশা করা হচ্ছে, এই উদ্যোগ অন্য এলাকাগুলিকেও অনুপ্রাণিত করবে এবং বিশেষভাবে সক্ষম শিশুদের জীবনে সত্যিকারের সূর্যোদয় ঘটাবে।

For All Latest Updates

ভিডিও