Bishalgarh News : বিশালগড়ে চোরের উৎপাত দিনদিন বেড়েই চলেছে। প্রতিনিয়ত এই এলাকার নাম উঠে আসছে বিভিন্ন অপরাধের খবরে—চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক ঘটনা মানুষকে আতঙ্কিত করে তুলছে। বহুবার অভিযোগ উঠেছে, এসব ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা সন্তোষজনক নয়। নতুন ওসির নেতৃত্বে নেশা বিরোধী অভিযানে পুলিশের সাফল্য থাকলেও সাধারণ অপরাধ দমনে কার্যত কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না বলে মনে করছেন স্থানীয়রা।
সোমবার গভীর রাতে বিশালগড় থানাধীন রতননগর অক্ষয় চৌমহনী এলাকায় সরকারি ন্যায্য মূল্যের দোকানে ঘটে দুঃসাহসিক চুরির ঘটনা। চোরের দল দোকানের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে মজুত থাকা মূল্যবান সামগ্রী নিয়ে পালায়।
মঙ্গলবার সকালে দোকান খুলতে এসে রূপঙ্কন আচার্যী প্রথমে চুরির বিষয়টি দেখতে পান এবং দ্রুত থানায় খবর দেন। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে ও ঘটনার নথিভুক্তি করে। তবে অপরাধীরা এখনও ধরা-ছোঁয়ার বাইরে।
তবে এমন চুরির ঘটনা বারবার ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ চোরকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারছে না। যার ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। অনেকেই মনে করছেন, পুলিশের টহল বাড়ানো ও নজরদারি জোরদার করা জরুরি, নইলে এই ধরনের অপরাধ আরও বাড়তে পারে।
জানা গেছে চোরের দল প্রায় ৫০ কেজি চিনি ও ১৫০ কেজি মসলা নিয়ে পালিয়েছে। মূল্যবান পণ্য চুরি যাওয়ায় দোকানের মালিক ও কর্মচারীদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়েছে।
চোরের উৎপাত বেড়েছে, আর প্রশাসনের ব্যর্থতায় অসহায় হয়ে পড়ছেন বিশালগড়ের মানুষ। এখন দেখার বিষয়, এই ঘটনায় কতদূর এগোতে পারে তদন্ত এবং আদৌ চোরেরা আইনের হাতে ধরা পড়ে কি না।



