খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 10 September 2025 - 11:32 PM
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ - ১১:৩২ অপরাহ্ণ

Bishalgarh Kalkaliya Desi liquor : কলকলিয়ায় চোলাই মদের ঠেকে পুলিশের হানা , জঙ্গলে বসে কাতরাচ্ছে অভিযুক্ত বলরাম

Bishalgarh Kalkaliya Desi liquor
1 minute read

Bishalgarh Kalkaliya Desi liquor : বাংলা মদের ঠেক ভেঙ্গে গুড়িয়ে দিল পুলিশ। স্বস্তি এলাকা জুড়ে। ঘটনা বিশালগড় মহকুমাধিন কলকলিয়া দুর্গা চৌমুহনী এলাকায়। অভিযুক্ত ব্যক্তি পুলিশের ভয়ে পালালো জঙ্গলে। তদন্ত জারি রাখছে পুলিশ। চলবে অভিযান, আশ্বস্ত করেছেন বিশালগড় এর থানা বাবুরা।

অভিযোগ , দীর্ঘ দিন যাবত নিজ বাড়িতে ভাত পচিয়ে দেশীয় কায়দায় দেশীয় মদ তৈরি করে আসছে কলকলিয়া দুর্গা চৌমুহনীর বলরাম ভৌমিক। এলাকায় যুবক দের টাকার বিনিময়ে এই মদ সাপ্লাই করতো সে। এই নিয়ে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ বিরাজ করছিলো। কিন্তু বলরাম এর মাথার উপর প্রভাবশালী নেতা বর্গের আশিস থাকার দরুন কেউ তার বিরুদ্ধে সাহস করে কিছু বলতে পারছিল না।

অবশেষে এলাকার কিছু যুবক মিলে পরিকল্পনা করে, বলরাম এর বাড়িতে রাতের আঁধারে গিয়ে লুকিয়ে এই চোলাই মদ বিক্রির ঘটনাটি ক্যামেরা বন্দী করে এবং তা সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয়। আর তা দেখেই বিশালগড় পুলিশ এর দৃষ্টি আকর্ষিত হয়। বিশালগড় থানার নয়া ওসি বিজয় দাস এর নির্দেশে বুধবার এক টিম বলরাম এর বাড়িতে হানা দেয়।

তার বাড়িতে মদ তৈরির সমস্ত সামগ্রী লাঠি দিয়ে ভেঙ্গে গুড়িয়ে দেয় পুলিশ। কিন্তু বলরাম দাস কে পাওয়া যায়নি। পুলিশ আসার উদ্দিশ পেয়ে সে আগেই পালিয়ে যায়। পুলিশ বাবুরা তাকে না পেলেও তার শখের ঠেক ভেঙ্গে দিয়েছে। ততসঙ্গে এই ধরণের কারবার আগামী দিনে পুনরায় চালু করা হলে পুনরায় পুলিশ হানা দেবে বলে জনিয়ে দেওয়া হয়েছে।

যতটুকু জানা গেছে এলাকার বাহুবলি দের দোহাই দিয়ে চলা এই চোলাই মদ ব্যবসায়ী বলরাম ভৌমিক এর বাড়িতে পুলিশের এই অভিযান প্রথম বার হয়েছে। আর তার পরেই পুলিশের ভয়ে জঙ্গলে বসে বসে পুলিশ প্রশাসনের ক্ষমতা কতটুকু তা আন্দাজ করে চলেছে সে।

For All Latest Updates

ভিডিও