খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 08:02 AM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ০৮:০২ পূর্বাহ্ণ

Bishalgarh Journalist News : সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিগৃহীত সাংবাদিক বিচারের দাবীতে বিশালগড় থানার দ্বারস্থ

Bishalgarh Journalist News
1 minute read

Bishalgarh Journalist News : বিশালগড় মহকুমা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক রাসেল আহমেদ। বিচারের দাবীতে অবশেষে বিশালগড় থানার দ্বারস্থ হলেন। জানা যায়, সোমবার বিশাল গড়ে একাধিক বিক্ষিপ্ত ঘটনার পর পরই সাংবাদিকের উপর আক্রমণের ঘটনা ঘটে।

এদিন গভীর রাতে বিশালগড় মহকুমা হাসপাতালে একটি দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে আক্রান্ত হয় বিশালগড়ের মহকুমা সাংবাদিক রাসেল আহমেদ।

জানা যায়, রাস্তার মাথা এলাকায় জাতীয় সড়কে একটি যান দুর্ঘটনার খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালন করতে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যায় সাংবাদিক রাসেল। তখন দুর্ঘটনায় আহত কোনাবন, রাধানগর এলাকার বাসিন্দা বিক্রম সরকার যে কিনা আবার ঐ এলাকার প্রসিদ্ধ নেশা কারবারি তথা পাচারকারী বলেও খ্যাত সে সাংবাদিক রাসেল আহমেদের উপর এলোপাথাড়ি আক্রমণ শুরু করে।

তার আঘাতে এক সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পরে সাংবাদিক। নেশা কারবারি বিক্রম হাসপাতালে থাকা সেলাইনের লোহার স্ট্যান্ড দিয়ে সাংবাদিকের মাথা ফাটানোর চেষ্টা অব্দি করে। তখন সেখানে উপস্থিত অন্য সাংবাদিকরা এগিয়ে এসে আহত সাংবাদিককে বিক্রমের হাত থেকে রক্ষা করে এবং সেখান থেকে উদ্ধার করে হাসপাতালের বেডে নিয়ে যায়।

তার আক্রমণে সাংবাদিক রাসেল আহমেদ এর নাক দিয়ে প্রচন্ড রক্ত ক্ষরণ হয়, মাথার পেছন দিকে ফুলে যায়, বুকে ব্যথা লাগে । আক্রমণ চালানোর সময় সাংবাদিকের হাত থেকে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গিয়ে ভেঙে দেয় অভিযুক্ত বিক্রম। এমনকি তার পকেটে থাকা টাকা ছিনিয়ে নেয় আক্রমণকারী বিক্রম সরকার।

সোমবার সাংবাদিক দের এক প্রতিনিধি দল বিশালগড় থানায় গিয়ে অভিযুক্ত বিক্রম সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করে এবং অবিলম্বে তাকে গ্রেফতারের দাবী জানায়।

For All Latest Updates

ভিডিও