Bishalgarh Gramin Bank : ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্কের বিশালগড় শাখায় এক এশিয়ারের বদান্যতায় ভোগান্তির শিকার গ্রাহক। ঘটনার বিবরণে প্রকাশ উক্ত গ্রামীণ ব্যাংক থেকে বিশালগড় রঘুনাথ পুর এর বাসিন্দা শঙ্কর চন্দ্র সাহা টাকা তুলতে আসেন এবং পরবর্তী সময় উনার ব্যাঙ্ক এর পাস বুক টি আপডেট করান। তাতে ধরা পরে যে উনার একাউন্ত থেকে গত ২৬ তারিখে ১৫ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে।
কিন্তু তিনি এই টাকা তোলেন নি। এই নিয়ে উনি স্বস্ত্রিক ব্যাঙ্ক ম্যানেজারের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করলে উনি বিষয় টি তদন্ত করে দেখার আশ্বাস দেন । এদিকে অভিযোগ ব্যাঙ্ক এর কেশিয়ার সূর্য কুমার সাহা ভুল বশত শঙ্কর বাবুর ব্যাঙ্ক একাউন্ত থেকে ১৫ হাজার টাকা তুলে অন্য কোনো গ্রাহক কে দিয়ে দিয়েছে। অভিযোগ এটা প্রথমবার নয়।
এর আগেও ৩ বার অর্থাৎ এই নিয়ে ৪র্থ বার এই ক্যাশিয়ার গ্রাহকের টাকা নিয়ে এধরণের গণ্ডগোল পাকিয়েছেন। এই নিয়ে উনার বিরুদ্ধে একাধিক গ্রাহক অভিযোগ জানালেও ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঐ কেশিয়ারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি।
আরও অভিযোগ এদিন ব্যাংক এ গিয়ে টাকা হেরফের এর ঘটনা জানার পর শঙ্কর বাবুর স্ত্রী কান্নায় ভেঙ্গে পড়ায় ব্যাঙ্ক এর অন্যান্য কর্মীরা উনার সাথে দুরব্যাবহার করেছেন। এই নিয়ে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন গ্রাহন ও তার স্ত্রী।
অতঃপর ঘটনার সুষ্ঠু তদন্ত মূলে উনার ১৫ হাজার টাকা ফেরানোর দাবী জানিয়েচেন উনি। দেখার বিষয় গ্রামীণ ব্যাংক শঙ্কর বাবুর এই সমস্যা সমাধানে অতি দ্রুত তার সাথে পদক্ষেপ গ্রহন করেন কিনা , অন্যদিকে কেশিয়ারের বিরুদ্ধে কোনো করা পদক্ষেপ নেওয়া হয় কিনা।