খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 January 2026 - 05:08 PM
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ - ০৫:০৮ অপরাহ্ণ

Bishalgarh Ganja News : গাঁজা দমনে বিশালগড় পুলিশের বিরাট সফলতা, চাপের মুখে গাঁজা ব্যবসায়ীরা

Bishalgarh Ganja News
1 minute read

Bishalgarh Ganja News : সিপাহীজলা জেলার বিশালগড় থানা এলাকায় ফের চালানো হলো ব্যাপক গাঁজা নিধন অভিযান। রাজ্য পুলিশের সদর দপ্তরের নির্দেশে জেলার বিভিন্ন থানা প্রতিদিনই বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে সূর্যোদয়ের প্রথম আলো পড়তেই বিশালগড় থানার উদ্যোগে এক যৌথ বাহিনী অভিযানে নামে।

থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, বনদপ্তর, টিএসআর-এর পুরুষ ও মহিলা সদস্য, সিআরপিএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীর জওয়ানরা বংশীবাড়ী এডিসি ভিলেজের রঘুনন্দন ঠাকুরপাড়া ও জগৎরামপুর টিলা এলাকায় তল্লাশি চালায়। অভিযানে ৭০টি প্লটে ছড়িয়ে থাকা প্রায় ৩ লাখ গাঁজা গাছ ধ্বংস করা হয় যার বাজারমূল্য পুলিশের অনুমান অনুযায়ী ১০–১২ কোটি টাকা।

অভিযান চলাকালীন স্থানীয় কিছু চাষি নিজেদের গাছ কেটে না ফেলার জন্য পুলিশের কাছে অনুরোধ জানায়। কেউ কেউ দাবি করেন, পরিবারের প্রয়োজনে কিংবা মেয়ের বিয়ের খরচ জোগাড় করতে তারা এই চাষ করেছেন। কিন্তু আইনবহির্ভূত এই কাজের কোনো অনুরোধই গ্রহণ করেনি অভিযানে থাকা বাহিনী বরং ধারাবাহিকভাবে সব বাগানই ধ্বংস করা হয়।

ওসি বিজয় দাস সাংবাদিকদের বলেন, “এসপি সাহেবের নির্দেশে আমরা প্রতিদিনই বিভিন্ন এলাকায় গাঁজা বাগান চিহ্নিত করে অভিযান চালাচ্ছি। আজ যৌথ বাহিনী মিলে বড় সাফল্য মিলেছে। আগামী দিনেও এই অভিযান চলবে।” তিনি আরও জানান, জেলার অন্য কয়েকটি এলাকাও চিহ্নিত হয়েছে, যেখানে খুব শিগগিরই দমন অভিযান পরিচালিত হবে। তিনি বলেন “আমরা বার্তাটা স্পষ্ট করতে চাই—গাঁজা চাষ সম্পূর্ণ বেআইনি। যারা এখনো এই কাজে যুক্ত আছেন, তারা দ্রুত সরে আসুন। পুলিশ প্রতিদিনই নজরদারি বাড়াচ্ছে এবং কোনো অবৈধ বাগানকে ছাড় দেওয়া হবে না।”

গোটা জেলাজুড়ে সম্প্রতি বেআইনি গাঁজা চাষ বৃদ্ধির অভিযোগ উঠছিল। পুলিশি এই ধারাবাহিক তৎপরতায় প্রশাসন আশা করছে, আগামী দিনে এই অবৈধ বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিশালগড়ে এই গাঁজা নিধন অভিযান জেলা পুলিশের অবৈধ মাদকচাষ বিরোধী কড়া অবস্থানকে আরও স্পষ্ট করেছে। প্রশাসনের ধারাবাহিক তৎপরতা এবং যৌথ বাহিনীর সমন্বিত উদ্যোগে বিপুল পরিমাণ গাঁজা ধ্বংস হওয়ায় এলাকার অবৈধ চাষ ও মাদক ব্যবসায় বড় ধাক্কা লেগেছে। পুলিশ পরিষ্কার বার্তা দিয়েছে—আইনবহির্ভূত কর্মকাণ্ডে যুক্ত থাকলে কেউই রেহাই পাবে না। আগামী দিনেও অভিযান জারি থাকবে, যা মাদকমুক্ত পরিবেশ গড়ার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

For All Latest Updates

ভিডিও