খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Tuesday, 27 January 2026 - 07:42 PM
মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬ - ০৭:৪২ অপরাহ্ণ

Bishalgarh Ganja News : বিশালগড়ে পুলিশের অভিযানে গাঁজা চাষিদের মিললো সতর্কবার্তা

Bishalgarh Ganja News
1 minute read

Bishalgarh Ganja News : বিশালগড় মহকুমায় আবারও পুলিশের কড়া পদক্ষেপে থমকে গেল গাঁজা চাষের দৌরাত্ম্য। সোমবার ভোর থেকেই বংশীবাড়ি এলাকায় গাঁজা বাগানে নেমে পড়ে বিশাল পুলিশ বাহিনী। মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে এই অভিযানে অংশ নেয় বিশালগড় থানার ওসি বিজয় দাস, টি.এস.আর, বি.এস.এফ, চড়িলাম বনদপ্তর, ১৪ নং ব্যাটেলিয়নের মহিলা টি.এস.আর এবং সি.আর.পি.এফ বাহিনী।

সূত্রে জানা গেছে, বনদপ্তরের খাস টিলা জমিতে প্রতি বছরই চাষিরা মোটা অঙ্কের টাকার বিনিময়ে স্থানীয় প্রভাবশালী মহলকে ম্যানেজ করে গাঁজা চাষ চালিয়ে আসছিল। কিন্তু এবছর প্রশাসন সেই বেআইনি চক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। সকাল ৬টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত টানা অভিযানে পুলিশ প্রায় ২৫টি প্লটে প্রায় ৫৫ হাজার গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়।

অভিযান শেষে আইপিএস বিকাশ সেন্থিয়া সাংবাদিকদের জানান, বিশালগড় মহকুমার বিভিন্ন এলাকায় এখনও বহু গাঁজা বাগান লুকিয়ে রয়েছে। প্রশাসনের লক্ষ্য—এসব অবৈধ চাষ সম্পূর্ণরূপে উচ্ছেদ করা। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, “যে কেউ গাঁজা চাষে জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই অভিযানের ফলে এলাকায় চাষিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের এমন কঠোর পদক্ষেপে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং আগামী দিনে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি তুলেছেন।

For All Latest Updates

ভিডিও