খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:33 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:৩৩ অপরাহ্ণ

Bishalgarh Gaja News : বিশালগড়ে পুলিশের বড়সড় নেশা বিরোধী অভিযান, ধ্বংস প্রায় এক লক্ষ গাঁজা গাছ

Bishalgarh Gaja News
1 minute read

Bishalgarh Gaja News : ত্রিপুরায় নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে আজ সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বিশালগড় থানাধীন চেলিখলা ও গজারিয়া এলাকায় এক ব্যাপক অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বিশালগড় থানার অফিসার ওসি বিজয় দাস।

এই অভিযানে বিশালগড় থানার অফিসার ও স্টাফদের পাশাপাশি ৫ম ব্যাটেলিয়ান টিএসআর এবং ১৫ ব্যাটেলিয়ান মহিলা টিএসআর সদস্যরা অংশগ্রহণ করেন। পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় চেলিখলা ও গজারিয়া এলাকার প্রায় ১৫ থেকে ২০টি প্লট চিহ্নিত করা হয়, যেখানে অবৈধভাবে গাঁজা চাষ চলছিল। পরে ওই সব প্লটে থাকা গাঁজা গাছ সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।

পুলিশের প্রাথমিক হিসাব অনুযায়ী, অভিযানে প্রায় এক লক্ষ গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশালগড় থানার ওসি বিজয় দাস জানান, সিপাহীজেলা পুলিশ সুপার-এর নির্দেশে এই অভিযান পরিচালিত হয়েছে। তিনি বলেন, “গতদিনও বিশালগড় থানাধীন বিভিন্ন এলাকায় গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। আজও সেই ধারাবাহিকতায় চেলিখলা ও গজারিয়া এলাকায় অভিযান চালানো হয়।”

ওসি আরও জানান, নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে লক্ষ্য রাজ্য সরকারের রয়েছে, সেই লক্ষ্যকে সামনে রেখেই পুলিশের এই অভিযান। ভবিষ্যতেও বিশালগড় থানাধীন যেসব এলাকায় অবৈধভাবে গাঁজা চাষের খবর পাওয়া যাবে, সেগুলি চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

তিনি অবৈধ মাদক চাষ ও ব্যবসার সঙ্গে যুক্তদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, “যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা যেন দ্রুত এসব থেকে সরে আসেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

For All Latest Updates

ভিডিও