Bishalgarh Eskuf News : পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ। ঘটনা বিশালগড় নেতাজী নগর এলাকায়। শনিবার দুপুরে বিশালগড় থানার সেকেন্ড ওসি সুপ্রিতম দেব এর কাছে খবর আসে বিশালগড় নেতাজি নগর একটি পরিত্যক্ত জায়গাতে কয়েকটি বস্তা পড়ে রয়েছে।
পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে চারটি বস্তা পরে থাকতে দেখে। বস্ত গুলো তে তল্লাশি চালাতেই উদ্ধার হয় বিপুল পরিমাণে এসকফ জাতীয় নিষিদ্ধ কফ সিরাপ। কে বা কারা এই বিপুল পরিমাণ সিরাপ ভর্তি বস্তা গুলো ফেলে রেখে গেছে তা যদিও জানা যায়নি।
তবে এই এলাকার কতিপয় কিছু নেশা কারবারি পুলিশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে নেশার অবৈধ ব্যবসা রমরমিয়ে চালায় বলে খবর রয়েছে।। ধারণা করা হচ্ছে এই এসকফ ঐ নেশা কারবারী দের হতে পারে। দীর্ঘ দিন যাবত তাদের এই নেশার রমরমা ব্যবসার কথা জানে এলাকা বাসী থেকে শুরু করে খোদ পুলিশ বাবুরা ও। কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির হাত তাদের মাথায় উপর রয়েছে বলে তাদের টিকির নাগাল পাচ্ছে না পুলিশ।
বলা বাহুল্য, বিশালগড়ের তথাকথিত জনপ্রিয় বিধায়ক নেশা মুক্তির জন্যে যুব সমাজ কে খেলা ধুলার দিকে ঝুঁকতে আহ্বান জানালেও শাসক দলের কিছু চুনোপুঁটি নেতারা এই নেশার সাম্রাজ্যের সাথে উতপ্রত ভাবে জড়িয়ে আছে। এমনটাই স্থানীয় সূত্রে খবর। কিন্তু তাদের কে ধরার সাহস নেই পুলিশের।
এই এসকফ ভর্তি বস্তা ও তাদেরই কারো হতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে এখন পুলিশের সঠিক তদন্তেই বেরিয়ে আসবে সঠিক তথ্য। দেখার বিষয় পুলিশ বাবুরা সততার সাথে তাদের দায়িত্ব পালন করেন কিনা।