খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 24 January 2026 - 09:32 PM
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬ - ০৯:৩২ অপরাহ্ণ

Bishalgarh Desi liquor News : মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্যে উদ্ধার প্রায় ১ হাজার লিটার চোলাই মদ

Bishalgarh Desi liquor News
1 minute read

Bishalgarh Desi liquor News : মাদকবিরোধী অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। শনিবার গোপন সূত্রের ভিত্তিতে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বিকাশ সেন্থিয়ার নেতৃত্বে মধুপুর থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে মধুপুর থানার অন্তর্গত বড়বাড়ি (বরবারি পাড়া) এলাকায় হরিশ দেববর্মার বাড়ি থেকে বিপুল পরিমাণ অবৈধ দেশি চোলাই মদ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় প্রায় ১,০০০ লিটারেরও বেশি অবৈধভাবে প্রস্তুত করা চোলাই মদ জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া মদের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছেন এসডিপিও বিকাশ সেন্থিয়া। অভিযানের সময় মিন্টু দেববর্মা নামে এক ব্যক্তিকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়।

এসডিপিও জানান, গোপন সূত্রের মাধ্যমে খবর পাওয়া গিয়েছিল যে মধুপুর থানার অধীন বরবারি পাড়া এলাকায় একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ দেশি মদ মজুত করে রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই মধুপুর থানার ওসি-কে সঙ্গে নিয়ে পুলিশ বাহিনী, মহিলা পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে অভিযান চালানো হয়।

তদন্তে উঠে এসেছে, সমীর সরকার নামে এক যুবক ওই বাড়িটি ভাড়া নিয়েছিলেন এবং সেখানেই অবৈধভাবে দেশি চোলাই মদ মজুত করে রেখেছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, উপযুক্ত সময়ে এই মদ অন্যত্র পাচার করার পরিকল্পনা ছিল। মিন্টু দেববর্মার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ প্রশাসন স্পষ্টভাবে জানিয়েছে, মধুপুর থানা ও বিশালগড় মহকুমার অন্তর্গত যেসব ব্যক্তি অবৈধভাবে দেশি মদ প্রস্তুত বা বিক্রির সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুনরায় সতর্কবার্তা দেওয়া হয়েছে—এ ধরনের বেআইনি কার্যকলাপে জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।

পুলিশের এই সফল অভিযানে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মাদকবিরোধী লড়াইয়ে প্রশাসনের সক্রিয় ভূমিকা আরও একবার স্পষ্ট হলো।

For All Latest Updates

ভিডিও