খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Wednesday, 23 July 2025 - 11:11 PM
বুধবার, ২৩ জুলাই ২০২৫ - ১১:১১ অপরাহ্ণ

Bishalgarh Court News : পাহারাদার কে ফাঁকি দিয়ে আদালতে চুরি, বিশালগড়ে চোরের আতঙ্ক চরম পর্যায়ে

Bishalgarh Court News
1 minute read

Bishalgarh Court News : বিশালগড়ে নিজেদের প্রতিভা জাহির করতে জারপর নাই চেষ্টা চালাচ্ছে এবার চোরের দল। পাহারা দাড় কে টুপি পরিয়ে এবার সোজা আদালত চত্বরে চুরি করে পালালো চোর। ঐতিহাসিক এই চুরির ঘটনা অন্য কোথাও নয়, খোদ বিশালগড় মহকুমা আদালতে।

সোমবার রাতে বিশালগড় মহকুমা আদালতে হানা দেয় এক দল চোর। তছনছ করে আদালত চত্বর। আদালতে চুরি কাণ্ড সংগঠিত করে আবার পালিয়ে যেতেও সক্ষম হয় চোরের দল। জানা গেছে আদালতের মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষেই মূলত চোরেরা হানা দিয়েছে। বিভিন্ন সামগ্রী উধাও হয়ে গেছে ঐ কক্ষ থেকে।

বলে রাখা ভালো, রাতে বিশালগড় আদালত চত্বরে নৈশ কালীন প্রহরীর ব্যবস্থা কিন্তু বরাবরই রয়েছে। তবে প্রহরী কে ফাঁকি দিয়ে কিভাবে ঢুকে পড়লো চোর ? প্রহরী টের অব্দি পেলেন না ? নাকি খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েছিলেন সে সময় প্রহরী ? নাকি দায়িত্বে গাফিলতি ? আদালত এর একেবারে পাশেই রয়েছে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়।

আজ আদালত চত্বরে প্রহরী থাকাকালীন এই কাণ্ড ঘটেছে। আগামী কাল যে বিদ্যালয় টি কেও টার্গেট করবে না চোর চক্র তারও তো কোনো নিশ্চয়তা নেই। এই নিয়ে এলাকা জুড়ে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

বিশালগড়ে পূর্বতন ওসি সঞ্জিত সেন সাহেব থাকাকালীন অপরাধ দমনে শূন্য ফলাফল দেখেছে স্থানীয়রা। নতুন ওসির আমলে ও কি চিত্র একই থেকে যাবে, নাকি কিছুটা হলেও বদল ঘটবে সেদিকেই তাকিয়ে আছেন বিশালগড় বাসী ।

এদিকে ক্রমবর্ধমান চুরি ছিন্তাই এর ঘটনায় রীতিমতো ত্রাস বিরাজ করছে গোটা মহকুমা জুড়ে। এর আড়ালে লুকিয়ে কোন বড় চক্র, তার হদিশ খুঁজে না পেলে বিশালগড় বাসীর জীবন হয়ে উঠবে চোরের আতঙ্কে দুর্বিষহ এমনটাই মনে করছেন আম জনতা।

For All Latest Updates

ভিডিও