খবরে প্রতিবাদ

খবরে প্রতিবাদ

Saturday, 30 August 2025 - 08:01 AM
শনিবার, ৩০ আগস্ট ২০২৫ - ০৮:০১ পূর্বাহ্ণ

Bishalgarh Congress Deputation : বিশালগড়ে আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের

Bishalgarh Congress Deputation :
1 minute read

Bishalgarh Congress Deputation : ত্রিপুরার বিশালগড় মহকুমায় সাম্প্রতিক সময়ে একাধিক অনভিপ্রেত ঘটনার ফলে এলাকায় আইনশৃঙ্খলার চিত্র নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। দীর্ঘদিনের শান্ত পরিবেশ ভেঙে গিয়ে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে সন্ত্রাস ও অপরাধ চক্র। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে সাংবাদিকরাও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

গত সোমবার একদিনেই তিনটি পৃথক ঘটনা ঘটে যায় বিশালগড়ে। প্রথমে বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের রাজেশ শুর চৌধুরীসহ কয়েকজনের উপর হামলা হয়। দিনশেষে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হন স্থানীয় সাংবাদিক রাসেল আহমেদ। জানা গেছে, মহকুমা হাসপাতালে সংবাদ সংগ্রহের সময় এক পাচারকারীর হাতে তিনি আক্রমণের শিকার হন।

এই ধারাবাহিক ঘটনাগুলি সাধারণ মানুষকে উদ্বিগ্ন করে তুলেছে। একসময় রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে এলাকায় স্থিতিশীলতা ফিরবে বলে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা ক্রমশ ভেঙে পড়ছে। মানুষের অভিযোগ— সরকারের পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রশাসনের কার্যকারিতাও দুর্বল হয়ে পড়েছে, আর এর সুযোগ নিচ্ছে দুষ্কৃতীরা।

মঙ্গলবার দুপুরে বিশালগড় কংগ্রেস নেতৃত্ব পুলিশ প্রশাসনের কাছে ডেপুটেশন জমা দিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত ও কঠোর শাস্তির দাবি জানায়। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, আইনশৃঙ্খলার এই ভাঙন অবিলম্বে রোধ না করলে পরিস্থিতি আরও অশান্ত হতে পারে।

স্থানীয়রা জানাচ্ছেন, বিগত বছরগুলোতে যেসব অপরাধমূলক কার্যকলাপ দমন করা গিয়েছিল, তা আবার মাথাচাড়া দিয়ে ওঠায় মানুষের মনে পুরোনো ভয়ের স্মৃতি জেগে উঠছে। বিশেষত সংবাদকর্মীরা যখন হামলার শিকার হচ্ছেন, তখন সাধারণ মানুষ কতটা নিরাপদ, সেই প্রশ্নই জোরালো হচ্ছে।

প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একাধিক ঘটনার পরও যথাযথ নজরদারি বা কঠোর ব্যবস্থা চোখে না পড়ায় ক্ষোভ বেড়েছে এলাকায়। বিশালগড়বাসীর দাবি— সরকারের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এলাকায় শান্তি ফিরিয়ে আনা।

ফলত, বিশালগড়ের বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক বিতর্ক নয়, বরং সামাজিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী— সকলেই নিরাপদ পরিবেশে বাঁচার দাবি তুলছেন। আর যতদিন না কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, ততদিন মানুষের আশঙ্কা থেকেই যাচ্ছে— বিশালগড়ে কি সত্যিই ভেঙে পড়ছে প্রশাসনের মেরুদণ্ড?

বিশালগড়ের সাম্প্রতিক ঘটনাবলি স্পষ্ট করে দিচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে এগোচ্ছে। সন্ত্রাস ও অপরাধ যখন আবার মাথাচাড়া দিয়ে উঠছে, তখন প্রশাসনের সক্রিয় ভূমিকা ছাড়া সাধারণ মানুষের ভরসা ফেরানো সম্ভব নয়। সরকার ও পুলিশ যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয়, তবে বিশালগড় আরও অস্থিরতার দিকে ঠেলে যাবে। তাই সময়ের দাবি— কঠোর পদক্ষেপ ও নিরপেক্ষ বিচার, যাতে মানুষ আবার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ ফিরে পায়।

For All Latest Updates

ভিডিও