Bishalgarh Churi News : বিশালগড়ে ক্রমাগত চুরির ঘটনায় আতঙ্ক ও ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহল। প্রশাসনের নিষ্ক্রিয়তা ও পর্যাপ্ত টহলের অভাবেই এই ধরনের অপরাধ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। সম্প্রতি বিশালগড়ের করইমুড়া বাজারে একই দোকানে ফের চুরির ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা।
জানা যায়, শনিবার গভীর রাতে করইমুড়া বাজারের একটি দোকানের টিনের ছাউনি ও সিলিং কেটে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দোকান থেকে নগদ টাকা সহ বিপুল পরিমাণ মালপত্র নিয়ে চম্পট দেয় তারা। রবিবার সকালে দোকান খুলতে এসে দোকান মালিক আলম খান এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়েন। উল্লেখযোগ্যভাবে, এটি তাঁর দোকানে দ্বিতীয়বার চুরির ঘটনা।
দোকান মালিক জানান, ফ্ল্যাক্স, টারমিনা, গোল প্লে, মিন, দামি দামি রেড বুল, বিভিন্ন ব্র্যান্ডের তেল, বিস্কুট সহ প্রায় সমস্ত সামগ্রী নিয়ে গেছে চোরেরা। এমনকি প্রায় ২৫ লিটার পেট্রোলও চুরি হয়েছে বলে জানান তিনি। উপর দিক থেকে টিন কেটে ও সিলিং ভেঙে দোকানে ঢোকা হয় বলে তাঁর অভিযোগ।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করলেও এখনও পর্যন্ত চোরের সন্ধান মেলেনি। এর আগেও প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ব্যবসায়ীর। তিনি বলেন, “পুলিশ বলছে স্টাফ কম, পরে দেখা হবে। কিন্তু রাতে কোনও টহলই হয় না। এর ফলেই চুরি বাড়ছে।”
স্থানীয়দের মতে, বিশালগড় এলাকায় ইদানিং নেশার বাড়বাড়ন্তের কারণেই যুব সমাজ অপরাধে জড়িয়ে পড়ছে। প্রায়শই থানার সামনেই বাইসাইকেল চুরির মতো ঘটনা ঘটলেও পুলিশ টের পায় না বলে অভিযোগ উঠছে।
সংবাদ মাধ্যমের মাধ্যমে দোকান মালিক রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাধারণ মানুষ যাতে নিশ্চিন্তে ব্যবসা করে জীবিকা নির্বাহ করতে পারে, তার জন্য আইন-শৃঙ্খলা আরও কঠোর করা জরুরি। প্রশাসনের গাফিলতি বন্ধ করে নিয়মিত রাতের টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি উঠেছে করইমুড়া বাজার সহ গোটা বিশালগড় এলাকায়।
স্থানীয় মহলের অসন্তোষ ক্রমেই বাড়ছে, এখন দেখার প্রশাসন কবে কার্যকর পদক্ষেপ নেয়।



