Bishalgarh BJP Leader Affair : পরকীয়া প্রেম নাকি প্রতারণা। আজকের এই ঘটনা একটু খানি ধাধা লাগানোর মতো । প্রসঙ্গত, ত্রিপুরার বিশালগড় মহকুমাধীন পূর্ব লক্ষ্মী বিল গ্রাম পঞ্চায়েত এর অন্তর্গত শিব টিলা এলাকার বাসিন্দা তথা এলাকার বিজেপি নেতা বলে পরিচিত রাজু দেবনাথ নামক এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের সংসার ভাঙ্গার গুরুতর অভিযোগ উঠেছে।
কয়েক মাস আগে শিল্পী দেবনাথ নামক একজন ডিভোর্সি মহিলা কে বিয়ে করে এই রাজু দেবনাথ । মহিলার পূর্ব সংসারের এক ছেলে ও রয়েছে, তাকেও নিজ পুত্রের পরিচয় দিয়ে গ্রহন করেছে রাজু দেবনাথ বলে জানা যায়। উল্লেখ্য এই রাজু দেবনাথ নিজেও বিবাহিত এবং তাঁর একটি কন্যা সন্তান ও রয়েছে। বেশ কিছু বছর পূর্বে তার স্ত্রীর সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। কিন্তু আচমকা শিল্পী দেবনাথ এর পূর্বতন স্বামী সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এসে এমন কিছু তথ্য তুলে ধরেছেন যা দেখে এবার চক্ষু চড়ক গাছ স্থানীয়দের।
উল্লেখ্য, পশ্চিম নলছড় বিধানসভা কেন্দ্রের কুটন দেবনাথ এর সাথে ২০১৮ সালে বিশালগড় পূর্ব চম্পা মুরা এলাকার শিল্পী দেবনাথ নামের ঐ মহিলার সামাজিক রীতি মেনে বিয়ে হয় । বিয়ের ১০-১৫ দিন পর থেকেই শ্বশুরবাড়িতে ঝামেলা শুরু করে শিল্পী এবং বাপের বাড়ি চলে যায় । স্বামী কুটন দেবনাথ এর অভিযোগ বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে ১০ দিন এবং বাপের বাড়িতে পুরোটা সময় কাটাতো সে। যদিও তাদের এই কয়েক বছরে সংসার জীবনে এক পুত্র সন্তানের জন্ম হয় কিন্তু তাতে তাদের মাঝের তিক্ততা কেটে উঠেনি।
কোন একটা সময় নিজের ছেলে সন্তান কে নিয়ে বাড়িতে ঝামেলা পাকিয়ে শিল্পী নিজ বাপের বাড়িতে চলে যায়। পরবর্তী সময়ে স্বামী তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করলেও বাড়িতে আসেনি সে। উল্টো স্বামীর নামে মিথ্যে মামলা রুজু করে আদালতে, এমনটাই অভিযোগ শিল্পীর বিরুদ্ধে ।
পরবর্তী সময় খোঁজখবর নিয়ে স্বামী জানতে পারে জনৈক শাসক দলীয় নেতা বলে খ্যাত একই এলাকার বিশালগড় পূর্ব লক্ষ্মী বিল এর বাসিদা রাজু দেবনাথ নামে ওই ব্যক্তির সাথে বিয়ের আগে থেকেই শিল্পী দেবনাথ এর সম্পর্ক ছিল । স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরার কারণ ও ছিল এই রাজু দেবনাথ। এদিকে শিল্পী তার স্বামী কুটনের নামে ভরণ পোষণের মামলা করলে আইনানুযায়ী কুটন প্রতি মাসে শিল্পী কে সেই টাকা দিয়ে আসছিল। সাথে তাকে ব্ল্যাকমেলিং করেও বহু টাকা হাতিয়েও নেয় শিল্পী দেবনাথ, এমনটাও অভিযোগ ।
বর্তমানে শিল্পী দেবনাথ আজ থেকে পাঁচ ছয় মাস আগে বিশালগড়ের ঐ বিজেপি নেতা রাজু দেবনাথ এর সাথে সামাজিকভাবে তার বাড়িতেই বিয়ে করে ফেলে। স্বামীর অভিযোগ তাকে ডিভোর্স না দিয়ে কি করে শিল্পী দেবনাথ আরেকজনকে বিয়ে করেছে। এই নিয়ে স্বামী কুটন দেবনাথ ঘটনার সুষ্ঠু তন্ত্র হোক এবং ওনার পক্ষে যে মিথ্যে মামলা আনা হয়েছে তা অতি বিলম্বে তুলে নেওয়া হোক বলে দাবী জানিয়েছেন।
অন্যদিকে এই গোটা ঘটনা লক্ষ্মী বিল গ্রাম পঞ্চায়েত এর প্রধান উপ প্রধান , মেম্বার সকলেই জানেন। তবু তারা প্রশ্রয় দিয়ে রেখেছেন বলেও অভিযোগ করেছেন কুটন দেবনাথ । অতঃপর নিজের পুত্র সন্তান কে ফিরে পাবার আর্জি জানিয়ে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবী নিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন শিল্পী দেবনাথ এর প্রাক্তন স্বামী কুটন দেবনাথ।