Bishalagarh BLO News : কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্যের বুথ লেভেল অফিসারদের (বিএলও) নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে। রবিবার এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিযোগ করেন, যদি কোনো বিএলও রাজনৈতিক চাপে পড়ে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে অন্যায়ের আশ্রয় নেন, তাহলে তাদের ‘ডেকে নেওয়া হবে’, এমনকি ভবিষ্যতে চাকরিও নাও থাকতে পারে। এই মন্তব্যকে ঘিরে গভীর অসন্তোষ তৈরি হয় বিএলও সংগঠনের অভ্যন্তরে।
এরই প্রেক্ষিতে সোমবার রাষ্ট্রপ্রেমী কর্মচারী সংগঠনের বিশালগড় শাখা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেয়। সংগঠনের প্রতিনিধি দল জানান, রাজ্যের বিএলওরা দীর্ঘদিন ধরে স্বচ্ছতা ও নিয়ম মেনে কাজ করে আসছেন।
এখন পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে শাস্তিযোগ্য অপরাধের অভিযোগ নেই। নির্বাচন দপ্তরের নিয়মবিধি অনুযায়ী দায়িত্ব পালন করা সত্ত্বেও একজন বিধায়কের প্রকাশ্য হুমকি নিঃসন্দেহে মাঠপর্যায়ের এই কর্মীদের মানসিক নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।
ডেপুটেশনে বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করা হয়, যাতে তারা ভবিষ্যতে ভয়ভীতি ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন। পাশাপাশি আরও কয়েকটি দাবি উত্থাপন করে সংগঠনটি।
তাদের বক্তব্য, বিএলওরা কাজের স্বীকৃতি হিসেবে যে অনারিয়াম পান, তা অনেক সময় ছয় থেকে সাত মাস বিলম্বে পাওয়া যায়। এই অনারিয়াম নির্দিষ্ট সময়ের মধ্যেই দেওয়ার জন্য মহকুমা শাসকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।
এছাড়া রিভিশন পিরিয়ডে বিএলওদের বিভিন্ন দপ্তরে অ্যাবসেন্ট স্টেটমেন্ট জমা দিতে হয়। এ নিয়ে তারা দাবি জানান, যেন সংশ্লিষ্ট অফিসগুলোকে আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং রিপোর্ট পাঠানো হয়, যাতে তারা জানতে পারেন কোন কোন দিন কর্মকর্তা হিসেবে বিএলও দায়িত্ব পালন করেছেন।
ডেপুটেশন গ্রহণ করে মহকুমা শাসক জানান, বিষয়টি তিনি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করেছেন এবং দ্রুত পদক্ষেপের বিষয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছেন।
বিএলওদের নিরাপত্তা প্রশ্নে সাম্প্রতিক বিতর্ক প্রশাসন ও রাজনৈতিক মহলে নতুন আলোচনা তৈরি করেছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী এই কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ ও সময়মতো প্রাপ্য সুবিধা নিশ্চিত করা শুধু প্রশাসনিক প্রয়োজনই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার সুষ্ঠু পরিচালনারও মূল ভিত্তি।
বিশালগড়ে জমা দেওয়া ডেপুটেশন পরিস্থিতির গুরুত্বকে সামনে এনেছে। এখন নজর থাকবে—ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে এই দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেয়।



