Biplab Kumar Deb : আগরতলার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপির প্রদেশ সভাপতি ও সাংসদ রাজীব ভট্টাচার্য্যের খোঁজ নিতে আজ সকালে হাসপাতালে পৌঁছান প্রাক্তন মুখ্যমন্ত্রী ও সাংসদ বিপ্লব কুমার দেব। চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি ভট্টাচার্য্যের বর্তমান শারীরিক পরিস্থিতি বিষয়ে বিস্তারিত তথ্য নেন।
গতকাল হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় রাজীব ভট্টাচার্য্যকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষায় হৃদযন্ত্রে ব্লকেজ ধরা পড়লে জরুরি ভিত্তিতে তাঁর এঞ্জিওপ্লাস্টি করা হয়। বর্তমানে আইসিইউতে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
হাসপাতাল থেকে বেরিয়ে বিপ্লব দেব সাংবাদিকদের জানান, “সাংসদের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। প্রয়োজনীয় সব পরীক্ষা চলছে। সকালে জলখাবারও খেয়েছেন তিনি। আশাকরি অতি দ্রুত সুস্থ হয়ে দলীয় কাজে ফিরে আসতে পারবেন।”
তবে এই পরিস্থিতির মাঝেই ঘটে যায় একটি দুর্ভাগ্যজনক ঘটনা। বাবার অসুস্থতার খবর পেয়ে তাড়াহুড়োয় হাসপাতালে আসার পথে রাজীব ভট্টাচার্য্যের ছোট মেয়ের দুর্ঘটনা ঘটে। এতে তাঁর হাতে গুরুতর চোট লাগে বলে জানা গেছে।
সাংসদ রাজীব ভট্টাচার্য্যের হঠাৎ অসুস্থতায় রাজনৈতিক মহলে উদ্বেগ তৈরি হলেও এঞ্জিওপ্লাস্টির পর তাঁর শারীরিক অবস্থার উন্নতির খবর স্বস্তি এনে দিয়েছে দলীয় কর্মী ও সমর্থকদের মধ্যে। চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত সেরে ওঠার আশায় রয়েছেন সকলেই।



