. Biplab kr Deb : মনোনয়ন জমা দিলেন বিপ্লব কুমার দেব

Biplab kr Deb : মনোনয়ন জমা দিলেন বিপ্লব কুমার দেব

নির্বাচনের দামামা বাজতেই প্রতিটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা ইতিমধ্যেই জমা দিতে শুরু করে দিয়েছেন তাদের মনোনয়ন পত্র। ১ নং পশ্চিম ত্রিপুরা আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ২৭শে মার্চ, বুধবার। সেই অনুযায়ী পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং উপ নির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী দীপক মজুমদার আজ দুটি পৃথক বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে মনোনয়ন জমা দিলেন জেলা শাসকের কাছে।
বুধবার আগরতলার রবীন্দ্র ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য মিছিলের মধ্যে দিয়ে শহরের রাজপথ ঘুরে সদর জেলা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দিলেন পশ্চিম আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং অপর আরেকটি মিছিলের মধ্যে দিয়ে উপনির্বাচনে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী বর্তমান মেয়র দীপক মজুমদার জমা দিলেন মনোনয়ন।
রবীন্দ্র ভবনের সামনে থেকে কামান চৌমুহনী ও পোস্ট অফিস চৌমুহনী হয়ে সদর জেলা শাসকের নিকট মনোনয়ন জমা দিলেন দুই প্রার্থী। এদিনের মিছিলে শুধু বিজেপিই নয়, সদ্য বিজেপিতে মিশে যাওয়া তিপ্রা মথার সমর্থকদেরও বিপুল সংখ্যক জনঢল দেখা যায় গোটা শহর জুড়ে। এদিন মথার কণ্ঠে ও ধ্বনিত হয় “বিজেপি জিন্দাবাদ, বিপ্লব দেব জিন্দাবাদ”। অন্যদিকে বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে থেকে ধ্বনিত হল “বুবাগ্রা লং লিভ”। দুই দলের সমর্থকদের মতোই এদের শ্লোগান ও আজ মিলে মিশে একাকার হয়ে গেল ত্রিপুরার বুকে। গেঁড়ুয়া পতাকার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে ছিল মথার লাল হলুদ পতাকা। বিপ্লব কুমার দেব এর সমর্থনে এদিন রাজ্যের বিভিন্ন অংশ থেকে মথা সমর্থক ও বিজেপি সমর্থক রা এসে উপস্থিত হন আগরতলা শহরের প্রাণকেন্দ্রে।

Biplab kr Deb : মনোনয়ন জমা দিলেন বিপ্লব কুমার দেব

এদিনের মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মাণিক সাহা, হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি , হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খটটর , প্রার্থী বিপ্লব কুমার দেব , মেয়র দীপক মজুমদার, উপস্থিত ছিলেন মথা নেতৃত্ব প্রদ্যুত কিশোর দেব বর্মণ, পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেব্বরমা সহ অন্যান্যরা। মনোনয়ন জমা দেওয়ার পর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি বলেন হরিয়ানার মতোই ত্রিপুরার বুকেও পদ্ম ফুল ফুটেছে। আগামী লোকসভা নির্বাচনে ত্রিপুরার দুটি পদ্ম ফুল যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে উপহার দেন রাজ্যবাসী সেই আহ্বান রাখেন তিনি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মাণিক সাহা বলেন, আজকের এই জমায়েতে জন স্রোতের চিত্র দেখে ইতিমধ্যেই বিরোধীদের মনে ভয় জন্মে গেছে। আসন্ন লোকসভা ও উপনির্বাচনে বিজেপি যে রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই।

 

Leave A Reply